অনলাইনে কিভাবে দিন কাউন্ট করবেন?

বর্তমানে ইন্টারনেটে প্রচুর ওয়েবসাইট আছে ব্যবহার করে আপনি নিদিষ্ট তারিখ আর কতদিন বাকি আছে তা জানতে পারবেন। যার মধ্যে অন্যতম ওয়েবসাইট হলো day countdown এই ওয়েবসাইটে গিয়ে তারিখ লিখতে হবে এবং submit করতে হবে।

তারপরে আপনার বর্তমান তারিখ থেকে আপনি যে তারিখ লিখেছিলেন ওই তারিখ পর্যন্ত কাউন্টডাউন ঘড়ি শুরু হয়ে যাবে।

ওই ঘড়িতে আপনি সেকেন্ড, মিনিট, ঘন্টা এবং দিন দেখতে পাবেন। এবং টাইমার অনবরত চলতে থাকবে। যেকোনো সময়ে এসে ওই টাইমার দেখে বুঝে নিতে পারবেন কত দিন, ঘন্টা, মিনিট এবং সেকেন্ড বাকি আছে।

এছাড়াও আপনি চাইলে আপনার কাউন্টডাউনের লিংক কপি করতে পারবেন এবং অন্যদের শেয়ার করতে পারবেন এবং ওই লিংকে ক্লিক করে যে কেউ আপনার কাউন্টডাউনটি দেখতে পাবেন।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *