অন গ্রীড ও অফ গ্রীড সোলার সিস্টেম কি ? জানুন সমস্ত কিছু

অন গ্রীড ও অফ গ্রীড সোলার সিস্টেম কি জানুন সমস্ত কিছু

আমরা অনেকেই জানি সোলার প্যানেলের মাধ্যমে ইলেকট্রিসিটি তৈরী করা যায় এবং ওই ইলেকট্রিক শক্তি কে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি।

কিন্তু এই সোলার সিস্টেম লাগানোর সময় আমরা প্রায়ই বুঝতে পারিনা কোন সোলার লাগানো উচিত। অন গ্রীড (ON GRID) সোলার সিস্টেম নাকি অফ গ্রীড (OFF GRID) সোলার সিস্টেম? আসুন তাহলে নিই সমস্ত কিছু সোলার সমদ্ধে যা বাড়িতে কিন্তু কর্মস্থলে লাগানোর আগে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

আরো জানুন : গ্রিড কি ? জাতীয় গ্রিড কি ?

অন গ্রীড সোলার সিস্টেম কি ? (What is On Grid Solar System?)

অনগ্রিড সোলার সিস্টেমে কোনো রকমের ব্যাটারী ব্যবহার করা হয়না। সোলার প্যানেল কে ইনভার্টারের মাধ্যমে সরাসরি বাড়ির ইলেকট্রিক কানেক্শনের সংগে যুক্ত করা হয়।

অর্থাৎ আপনার বাড়িতে যদি প্রথম থেকেই ইলেক্ট্রিটিসি থাকে তাহলেই অনগ্রিড সোলার সিস্টেম লাগানো যেতে পারে।

এটি ইলেকট্রিক বিল কম করতে সাহায্য করে।

যখন ইলেকট্রিসিটি থাকবে তখনি সোলার থেকে আগত ইলেকট্রিক শক্তি আপনার বিভিন্ন যন্ত্রাংশকে চালিত করতে সাহায্য করবে।

বাড়ির ইলেক্ট্রিসি চলে গেলে এই সোলার কোনোভাবেই ইলেকট্রিসিটি প্রদান করবে না।

এক লাইনে বলতে গেলে একটি ইলেকট্রিক গ্রিড এর সঙ্গে যুক্ত থাকে। শুধুমাত্র শহরাঞ্চলে এগুলি ব্যবহার করা হয়ে থাকে ইলেকট্রিক বিল কম করার জন্য।

গ্রামের কোনো প্রতন্ত অঞ্চলে যেখানে বিদ্যুৎ পৌছোয়নি ওই সব জায়গায় on grid সোলার ব্যবহার করতে পারবেন না।

অফ গ্রীড সোলার সিস্টেম কি ? (What is off grid solar system?)

off grid solar system এ সোলার থেকে ইলেকট্রিক শক্তি কে ব্যাটারী এর মধ্যে সঞ্চিত করে রাখা হয় , অর্থাৎ সূর্যের আলো দিনের বেলায় সোলারের ওপর পড়বে এবং সোলার থেকে আগত ইলেকট্রিক শক্তি দ্বারা ব্যাটারী চার্জ করা হবে।

এবং ওই চার্জ ব্যাটারীর সঙ্গে ইনভার্টার অথবা কনভার্টার ব্যবহার করে ব্যাটারির মধ্যে সঞ্চিত ইলেক্টিক শক্তি কে নির্দিষ্ট ভোল্টেজ কে নিয়ন্ত্রীত করে সঠিক পরিমান বৈদ্যুতিক শক্তি বিভিন্ন যন্ত্রাংশকে প্রদান করে।

এবং এভাবেই বাড়িতে পাখা , লাইট ইত্যাদি অফগ্রিড সোলার এর মাধ্যমে ব্যবহার করা হয়।

অফ গ্রীড নাম দেওয়ার কারণ হলো : এখানে আপনার সোলার সিস্টেম কোনো গ্রিড অর্থাৎ বৈদ্যুতিক লাইনের সংগে যুক্ত নেই।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *