লেড অ্যাসিড ব্যাটারীতে কিছু দিন পর পর পানি দিতে হয়।
লেড অ্যাসিড ছাড়া অন্য কোনরকমের ব্যাটারি তে এরকম পানি দিতে হয় না।
পানি কতদিন পরে দেবেন এর কোনো নির্দিষ্ট সময় হয়না। কিছু দিন পর পর আপনাকে দেখতে হবে ব্যাটারি তে পানি আছে কিনা। যদি শেষ হয়ে যায় তাহলে পানি দিতে হবে।
আর একটি কথা হলো পানি কতদিন পরে শেষ হবে এটা প্রত্যেক ব্যাটারির ক্ষেত্রে আলাদা আলাদা দিন পর পর হতে পারে।
যদি আপনার ব্যাটারি খুব গরম হয় ওই অবস্থায় ব্যাটারির পানি বাষ্প হয়ে উড়ে যায়। এক্ষেত্রে খুব কম দিয়েই ব্যাটারির পানি শেষ হয়ে যাবে।
আবার কিছু কিছু ক্ষেত্রে পানি শেষ হয়না কারন ব্যাটারি খুব একটা গরম হয়না ।
তাই এরকম কোনো দিন ঠিক করা যায়না।