ল্যাপটপ কম্পিউটারে আন্ড্রয়েড App কিভাবে ব্যবহার করবেন ?

ল্যাপটপে অথবা কম্পিউটারে আন্ড্রয়েড app চালানোর জন্য দুটো উপায় আছে ,

  1. অপরটি হলো : উইন্ডোজ কম্পিউটারে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে , যে সফটওয়্যার এর ভেতরে আন্ড্রয়েড app চলতে পারবে। (এই সফটওয়্যার গুলিকে সাধারণত ইমুলেটর বলা হয়).
  2. একটি হলো : Android operating সিস্টেম ইনস্টল করে নেওয়া।

১. ইমুলেটর এর মাধ্যমে কিভাবে আন্ড্রয়েড App ব্যবহার করবেন কম্পিউটার ল্যাপটপে ?

খুবই সহজ, প্রচুর আন্ড্রয়েড ইমুলেটর আছে যা উইন্ডোজ কম্পিউটারে ইনস্টল করলে , ওই ইমুলেটর সফটওয়্যার এর ভেতরে android এর সমস্ত রকমের app ইনস্টল করার সুবিধা পাবেন।

ইমুলেটর হলো একটি সফটওয়্যার শুধু ডাউনলোড করে ইনস্টল করলেই হবে , ইমুলেটর কোনো আলাদা কোনো ডিভাইস নয়।

সবথেকে বেশি ব্যবহার করে ইমুলেটর সফটওয়্যার এর নাম হলো : Bluestake এটি ডাউনলোড করে ইনস্টল করতে পারেন ল্যাপটপ কম্পিউটারে , এবং এর মাধ্যমে ল্যাপটপে / কম্পিউটারে Android Apps ইনস্টল করতে পারবেন।

Note : এটি ইনস্টল করতে গেলে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে কমপক্ষে 4GB RAM এর প্রয়োজন। তা নাহলে আপনার কম্পিউটার ল্যাপটপ হ্যাং করবে , ভালোভাবে চলবে না। এটি মাথায় রাখবেন। যদি আপনার কম্পিউটারে বেশি RAM না থাকে তাহলে নিচের ২ নম্বর হেডিং এর পদ্ধতিটি অনুসরন করতে পারেন।

২. আন্ড্রয়েড অপারেটিং সিটেম ল্যাপটপে কিভাবে ইনস্টল করবেন ?

এই পদ্ধতিতে অনেক কম RAM থাকা ল্যাপটপ, কম্পিউটারেও সহজেই চলে যায়।

একটি খুবই নাম করা আন্ড্রয়েড অপারেটিং সিস্টেম আছে যা কম্পিউটার ও ল্যাপটপে ইনস্টল করতে পারবেন। যার নাম হলো phoenix অপারেটিং সিস্টেম (Phoenix OS).

এটি ইনস্টল করতে পারবেন ডাউনলোড করে , কম্পিউটার ল্যাপটপের সহজেই install করতে পারবেন।

যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম রাখতে চান তাও রাখতে পারবেন , এক্ষেত্রে দুটি অপারেটিং সিস্টেম(Windows ও Android) কম্পিউটার ল্যাপটপে ইনস্টল হয়ে থাকবে।

কম্পিউটার চালু করার সময় দুটো অপশন দেখাবে , উইন্ডোস এবং আন্ড্রয়েড , এই দুটির মধ্যে যেকোনো একটিকে ক্লিক করলে ওই অপারেটিং সিস্টেমের কম্পিউটার ল্যাপটপ চালু হয়ে যাবে।

এবং পছন্দ মতো যেকোনো সময় যেকোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবেন।

আরো একটি গুরুত্ব পূর্ণ কথা হলো , Phoenix OS এর মধ্যে প্রায় সমস্ত রকমের ফিচারস আছে যা আন্ড্রয়েড মোবাইলের মধ্যে থেকে থাকে , (যেমন প্লেস্টোর থেকে app ইনস্টল করতে পারবেন, বিভিন্ন মোবাইলের গেম ল্যাপটপে , কম্পিউটারে খেলতে পারবেন ).

উপসংহার:

তো বন্ধুরা আশাকরি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে ল্যাপটপে android app ব্যবহার করবেন , শুধু ল্যাপটপে নয় কম্পিউটার এও android app ইনস্টল করতে পারবেন। এছাড়াও ২নম্বর পদ্ধতির দ্বারা সম্পূর্ণ android অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারেনা কম্পিউটার ও ল্যাপটপে।

যদি কোনোরকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন।

শেয়ার করুন

1 thought on “ল্যাপটপ কম্পিউটারে আন্ড্রয়েড App কিভাবে ব্যবহার করবেন ?”

  1. Thanks for finally writing about > ল্যাপটপ কম্পিউটারে আন্ড্রয়েড App কিভাবে ব্যবহার
    করবেন ? < Loved it!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *