বেশিরভাগ মোবাইল ব্যবহারকারী রাতে মোবাইল কে চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়ে এবং সকাল বেলা ওই ফোন নিয়ে কাজে বেরিয়ে যায় অথবা সারাদিন ওই ফোনে আর চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে না একবার ফুল চার্জ করার পরে।
কিন্তু ফোন কি সারারাত চার্জ করা উচিত?
না। ফোন কে সারারাত চার্জ করা উচিত নয়।
কারণটি হলো ফোনকে যদি সারারাত চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়েন তাহলে ওই ফোনের ব্যাটারি ফুল চার্জ হয়ে যায়।
এরকম এক আধ বার ফুল চার্জ করলে কোনো সমস্যা নেই। কিন্তূ দিনের পর দিন যদি এরকম ফোনকে রাতে চার্জ বসানো হয় তাহলে আপনি বার বার ফোনকে ফুল চার্জ করছেন।
যার ফলে ফোনের ব্যাটারির ক্ষমতা কমে যায়।
আরো জানুন: ফোন কে কেনো ১০০% চার্জ করা উচিত নয়।
এই কারণের জন্যই ফোনকে রাতে চার্জিং এ লাগিয়ে ঘুমিয়ে পড়া উচিত নয়। যার ফলে ১০০% চার্জ হয়ে যাবে। এবং প্রতিদিন এরকম ১০০% চার্জ করলে ব্যাটারির ক্ষমতা হ্রাস পাবে খুবই কম সময়ের মধ্যে।
একটি নিয়ম হিসাবে, সকালে পুরো ব্যাটারি নিয়ে ঘুম থেকে ওঠার সুবিধা থাকা সত্ত্বেও এড়িয়ে চলাই ভাল। প্রতিটি পূর্ণ চার্জ একটি ‘সাইকেল’ হিসাবে গণনা করা হয় এবং আপনার ফোন শুধুমাত্র একটি সেট নম্বরের জন্য স্থায়ী হয়।