আমরা যদি নতুন কোনো জায়গায় যাই তখন আমরা বুঝতে পারিনা কোথায় আছি । আপনি কোথায় এখন কোন জায়গায় আছেন জানার জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে সহজেই জানতে পারবেন।
মোটামুটি সমস্ত এন্ড্রয়েড ফোনে গুগল ম্যাপ অ্যাপ ইন্সটল করা থাকে।
যদি ইন্সটল করা না থাকে তাহলে গুগল প্লেস্টোর
ওপরের ছবি দেওয়া হলো গুগল প্লেস্টোর এ গিয়ে গুগল ম্যাপ লিখে সার্চ করতে পারেন।
যদি আপনার ফোনের মধ্যে ইতিমধ্যে গুগল ম্যাপ (Google Map) অ্যাপটি ইনস্টল করা থাকে তাহলে ওই অ্যাপটিতে ক্লিক করে অ্যাপটিকে Open করুন।
গুগল ম্যাপ খুললে চিহ্ন এর উপরে ক্লিক করতে হবে। তাহলেই মাপের মধ্যে আপনি যেই জায়গায় আছেন ঐ জায়গায় একটি পয়েন্ট দেখতে পাবেন ।
ওপরের ছবিতে দেখতে পাচ্ছেন একটি নীল রঙের point দেখাচ্ছে ম্যাপে। অর্থাৎ ওই জায়গায় আপনি এখন আছেন।
ম্যাপের মধ্যে জুম (Zoom) করে দেখলে দেখতে পাবেন কোন জায়গায় আছেন।
এবং আপনি যদি মোবাইলের মধ্যে ম্যাপ খুলে রেখে স্থান পরিবর্তন করতে শুরু করেন তাহলে ওই point টিও ম্যাপ এর মধ্যে জায়গা পরিবতন করবে ।
ঐ এর আসে পাশের জায়গা দেখে বুঝে নিতে পারবেন সহজেই আপনি কোন জায়গায় আছেন ।