যখন আপনি শেয়ার মার্কেটে নতুন নতুন ইনভেস্ট করার জন্য জানার চেষ্টা করেন তখন আপনি প্রায়ই শুনেছেন ইকুইটি শেয়ার ।
ইকুইটি শেয়ার হল ধরুন আপনি কোন কোম্পানির শেয়ার কিনলেন যা ইকুইটি বলা হয়।
এটিকে ইকুইটি শেয়ার মার্কেট বলা হয়ে থাকে।
উল্টো দিকে আরেক ধরনের শেয়ার হয় যাকে আমরা কমোডিটি মার্কেট বলে থাকি।
কমোডিটি শেয়ার এর অর্থ হলো পরিবেশের মধ্যে যে সমস্ত জিনিস পাওয়া যায় ওই সব জিনিসের শেয়ার কিনে রাখা।
কমোডিটি শেয়ারের উদাহরণ হলো: প্রাকৃতিক গ্যাস, ক্রুড অয়েল, কয়লা সোনা এরকম এরই বিভিন্ন প্রাকৃতিক উপাদানের মার্কেট।
আরো একবার বলে দিই ইকুইটি শেয়ার মার্কেট হলো কোন কোম্পানির শেয়ার কেনাবেচা আর কমোডিটি মার্কেট হলো কোন প্রাকৃতিক জিনিসের শেয়ার কেনাবেচা।
যখন আপনি কোন কোম্পানির শেয়ার কিনবেন ওটি আপনি ইকুইটি শেয়ার করলেন এবং যখন আপনি কোন প্রাকৃতিক উপাদানের শেয়ার কিনবেন অর্থাৎ আপনি ওটি কমোডিটি শেয়ার কিনলেন।