ইরাকের আয়তন 438,317 বর্গকিলোমিটার (169,235 বর্গমাইল) । এটি বিশ্বের 58 তম বৃহত্তম দেশ।
ইরাক পশ্চিম এশিয়ার দেশ। এর উত্তরে তুরস্ক , পূর্বে ইরান এবং সীমানা রয়েছেদক্ষিণ-পূর্বে পারস্য উপসাগর ও কুয়েত , দক্ষিণে সৌদি আরব , দক্ষিণ – পশ্চিমে জর্ডান এবং পশ্চিমে সিরিয়া ।
ইরাক 29° এবং 38° N অক্ষাংশ এবং 39° এবং 49° E দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত (একটি ছোট এলাকা 39° এর পশ্চিমে অবস্থিত)।
ইরাকের পারস্য উপসাগর বরাবর 58 কিলোমিটার পরিমাপের একটি ছোট উপকূলরেখা রয়েছে । এটি মেসোপটেমিয়ার পলল সমভূমি , জাগ্রোস পর্বতমালার উত্তর-পশ্চিম প্রান্ত এবং সিরিয়ার মরুভূমির পূর্ব অংশকে ঘিরে রেখেছে ।
ইরাকের জনসংখ্যা কত?
4.2 কোটি ।
ইরাকে জাতিগত গোষ্ঠী
ইরাকে ইরাকি আরব, কুর্দি , তুর্কমেন , অ্যাসিরিয়ান , আর্মেনিয়ান , ইয়াজিদি , মান্দায়িয়ান , পার্সিয়ান এবং শাবাকিসহ বিভিন্ন জাতিগত গোষ্ঠীর বাসস্থান ।
ইরাক কোন মহাদেশে অবস্থিত?
এশিয়া মহাদেশে অবস্থিত ।
ইরাকের দুটি প্রধান নদী
দুটি প্রধান নদী, টাইগ্রিস এবং ইউফ্রেটিস , ইরাকের মধ্য দিয়ে দক্ষিণে এবং পারস্য উপসাগরের কাছে শাট আল-আরবে প্রবাহিত হয়।
ইরাকের মুদ্রার নাম কি?
ইরাকি দিনার (Iraqi dinar) ।