অনন্ত কাল পর্যন্ত চলতে পারে, যদি আপনি ল্যাপটপ কে একটি ঠান্ডা জায়গায় রাখতে পারেন । যেখানে জলীয় বাষ্প এর পরিমাণ কম থাকবে এবং ডাস্ট যেখানে কম থাকবে।
ওই সব জায়গায় ল্যাপটপ রেখে একটানা অনেক মাস চালানো যেতে পারে।
যদিও ইলেকট্রনিক্স জিনিস কখন কিভাবে খারাপ হবে এসব কেউ বলতে পারবে না।
কিন্তূ আপনি যদি শীতল জায়গায় রাখেন (AC রুমে ) রাখেন তাহলে অনেক টা সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
যেকোনো ধরনের ক্লাউড সার্ভার ওইগুলো ও কম্পিউটারই। এবং ওই সার্ভার গুলি সব সময় চিলতে থাকে।
খারাপ হতেও পারে , কিন্তূ খুবই কম খারাপ হয় যেহেতু সার্ভার যেখানে রাখা হয় ওই জায়গাটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যায় কোনরকমের ধুলো বালি না ঢুকতে পারে। এছাড়াও ওই সার্ভার কে ঠান্ডা AC ঘরের মধ্যে রাখা হয়।