১ ইউনিট = কত ওয়াট

১ ইউনিট (unit) বিদ্যুৎ = ১০০০ ওয়াট (Watt)।

এবং, ১০০০ ওয়াট (Watt) = ১ কিলো ওয়াট (Kilowatt অথবা সংক্ষেপে KW )।

অর্থাৎ, ১ ইউনিট (unit) = ১ কিলো ওয়াট (KW)।

এবার যদি আপনি কোনো ইলেক্ট্রিক্যাল যন্ত্রাংশ ব্যাবহার করে থাকেন। ওই যন্ত্রাংশের গায়ে লেখা থাকে ওই যন্ত্রাংশটি কত ওয়াট বিদ্যুৎ গ্রহণ করবে। অথবা লেখা থাকবে ওয়াট ঘণ্টা (watt/hour)। যেমন – একটি ১০০ watt এর বাল্ব এর ওপরে লেখা থাকে: ১০০ watt/hour. এরকম ভাবে লেখা থাকবে।

১ ইউনিট বিদ্যুৎ কখন খরচ হবে?

ধরুন একটি ১০০ watt এর বাল্ব যদি ১ ঘন্টা জ্বলতে থাকে: তাহলে,

  • যদি কোনো বাল্ব এ লেখা থাকে, ১০০ ওয়াট (Watt) অথবা ১০০ওয়াট/ঘণ্টা (watt/hour)।
  • অর্থাৎ, বাল্বটি ১ ঘণ্টা চললে ১০০ ওয়াট বিদ্যুৎ খরচ করবে যা ০.১ ইউনিট এর সমান ।
  • ওই বাল্বটি যদি ১০ ঘণ্টা চলে, তাহলে ১ ইউনিট বিদ্যুৎ বিল খরচ হবে। যা ১০০০ ওয়াট এর সমান।

ধরুন, ১ টি ৮০ watt এর একটি পাখা চালু করছেন। তাহলে ১ ঘন্টা ওই পাখাটি চললে ৮০ watt বিদ্যুৎ খরচ করবে।

  • অর্থাৎ, ওই পাখাটি যদি ১৩ ঘন্টা চলে তাহলে (১৩ ঘন্টাX৮০ watt= ১০৪০ watt ) ১০৪০ watt বিদ্যুৎ খরচ হবে।
  • অর্থাৎ, ১০৪০ watt = (১০৪০watt/১০০০= ১.০৪ ইউনিট ) ১.০৪ ইউনিট বিদ্যুৎ খরচ হবে। পাখাটি যদি ১৩ ঘন্টা ধরে চলতে থাকলে।
  • ১.০৪ ইউনিট বিদ্যুতের দাম হবে (ধরুন বিদ্যুতের ইউনিট ৬ টাকা ) তাহলে , ১.০৪X৬=৬.২৪ টাকা খরচ হবে।
শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *