এঞ্জেল ইনভেস্টর ও ভেঞ্চার ক্যাপিলাটিস্ট পার্থক্য (Angel vs Venture)

আপনি যদি কোনো কারণে ব্যবসার জন্য ইনভেস্টর দের থেকে টাকা সংগ্রহ করার ভেবে থাকেন তাহলে এই লেখাটি অবশ্যই পড়বেন। এখানে আপনি জানতে পারবেন এঞ্জেল ইনভেস্ট ও ভেঞ্চার ক্যাপিলাটিস্ট আসলে কি ? আপনার বিসনেস এর জন্য কোন ইনভেস্ট থেকে টাকা নেওয়া সুবিধা হবে।

এঞ্জেল ইনভেস্টর কি ?

এঞ্জেল ইনভেস্টর হলো কোনো ব্যাক্তি যারা কোনো নতুন শুরু করা ব্যবসাতে ইনভেস্ট করে থাকে সাধারণত। এই ধরণের ব্যাক্তিদের এঞ্জেল ইনভেস্টর বলা হয়।

যেহেতু নতুন কোনো বাবসাতে অনেক বেশি পরিমান রিস্ক থাকে তাই ভেঞ্চার ক্যাপিটালিস্ট ইনভেস্টর রা সাধারণত ইনভেস্ট করতে চায় না। এক্ষেত্রে এঞ্জেল ইনভেস্টর এর থেকে ফান্ডিং সংগ্রহ করা যেতে পারে।

এঞ্জেল ইনভেস্টররা সাধারণত অনেক বেশি রিস্ক নিয়ে থাকে কারণ নতুন ব্যবসাতে ইনভেস্ট করা মানে অনেকটাই ধোঁয়াশার মতো। কোম্পানি ভবিষ্যতে ভালো কিছু করবে তা নিশ্চিত করে বলা যায় না।

যেহেতু এঞ্জেল ইনভেস্ট বেশি রিস্ক নিয়ে থাকে তাই অনেক বেশি পরিমান শেয়ার এর অংশ দাবি করে কম টাকার বিনিময়ে।

ভেঞ্চার ক্যাপিটালিস্ট কি ?

ভেঞ্চার ক্যাপিলাটিস্ট হলো কোনো কোম্পানি যার কাজ হলো, চলতে থাকা কোনো business এ ইনভেস্ট করা। যেহেতু business চলছে তাই এতে রিস্ক অনেক কম হয় নতুন ব্যবসা এর তুলনায়।

অনেকদিন ধরে চলা ব্যবসাকে বাড়ানোর জন্য অনেক কোম্পানি টাকা ইনভেস্টর থেকে জোগাড় করতে চায় , এক্ষেত্রে ভেঞ্চার ক্যাপিটাল থেকে পাওয়া যেতে পারে। এছাড়াও এঙ্গেল ইনভেস্টর থেকেও পাওয়া যেতে পারে কিন্তু যেহেতু এঞ্জেল ইনভেস্টর এর থেকে ভেঞ্চার ক্যাপিটাল অনেক বেশি টাকা দিতে পারবে তাই ভেঞ্চার ক্যাপিটাল থেকে টাকা নিলে অনেক বড়ো ভাবে ব্যবসা বাড়ানো সম্ভব হয়।

ভেঞ্চার ক্যাপিটাল একটি কোম্পানি, বিভিন্ন ইনভেস্টর দের থেকে টাকা জোগাড় করে একসংঙ্গে ওই টাকাকে ইনভেস্ট করে থাকে।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *