যখন আমরা AC বিদ্যুৎ ব্যবহার করি ওই সময় এক একটি সাইকেল এর মধ্যে ২ বার ০ ভোল্ট আসে কিন্তু এর পরও আমরা বুঝতে পারিনা অথবা কেনো বাল্ব ওই সময় দপ দপ করে না।
কারণটি হলো, ১ সেকেন্ডের মধ্যে ৫০ টা সাইকেল কমপ্লিট হয়।
অর্থাৎ এক একটি ০ কয়েক মাইক্রো সেকেন্ডের জন্যই হয়ে থাকে, যার ফলে ওই সামান্য সেকেন্ডের গ্যাপ কে বোঝা যায়না।
মাইক্রো সেকেন্ড খুবই কম সময় হয় যার ফলে লাইট দপ দপ করবে এরকম বোঝা যায়না।