প্রথমত একটা কথা বলে রাখি, ওমান এর কারেন্সি কে টাকা বলা হয়না । ঐ দেশের কারেন্সিকে ওমানি রিয়াল (Omani Rial) বলা হয় ।
১ ওমানি রিয়াল (Omani Rial)= ২৪১ বাংলাদেশী টাকার মত হয়ে থাকে সাধারনত ।
এই টাকার পরিমাণ সবসময় একই থাকেনা । কখনো বেড়ে যায় আবার কখনো কমে যায় এটি নির্ভর করে বাংলাদেশের আমদানি ও রপ্তানির ওপরে । যদি বেশি পরিমাণ আমদানি হয় তখন বাংলাদেশের টাকা আন্তর্জাতিক বাজারে বেশিমাত্রায় উপলব্ধ হওয়ার কারণে টাকার মূল্য কমে যায় ।
আজকে ১১ জুলাই ২০২২ অনুযায়ী ১ ওমানি রিয়াল সমান ২৪১.৫৮ বাংলাদেশী টাকা ।