কম্পিউটারে কিভাবে ফ্রি ফায়ার খেলব

কম্পিউটারে অনলাইনে ফ্রি ফায়ার গেম খেলার মজাই আলাদা কারণ কম্পিউটার অনেক সুইচের মাধ্যমে সহজেই গেম কে কন্ট্রোল করা যায়, যার ফলে খুব সহজেই ভালো খেলা সম্ভব হয়। এছাড়াও কম্পিউটার বড়ো স্ক্রিন হওয়ার জন্য বেশি ভালো করে দেখা সম্ভব হয় enemy কে। তাই সময়নিয়ে এই পোস্টটি পড়ুন সমস্ত তথ্য জানতে পারবেন কিভাবে কম্পিউটার/ল্যাপটপে ফ্রী ফায়ার গেম খেলবেন।

কম্পিউটার/ল্যাপটপে কি কি প্রয়োজন গেম খেলার জন্য?

কম্পিউটার/ল্যাপটপে গেম খেলার জন্য কম্পিউটারের কনফিগারেশন (Configaration) ঠিক থাক হওয়া উচিত , নাহলে ফ্রী ফায়ার গেমটি ভালোভাবে চলবে না।

সেই সঙ্গে একটি সফটওয়্যারের প্রয়োজন, যা এমুলেটর (Emulator) নামে পরিচিত। আমাদের কম্পিউটারে উইন্ডোজ সফটওয়্যার ইনস্টল করা থাকে। ফ্রী ফায়ার গেমটি অ্যান্ড্রয়েডের জন্য বানানো হয়েছে । তাই কম্পিউটারে এমুলেটর (Emulator) সফটওয়্যর ইনস্টল করে, ওই সফটওয়্যর এর ভেতর যেকোনো রকমের এন্ড্রোইড app অথবা গেম ইনস্টল করে খেলতে পারবেন।

কারণ সরাসরি উইন্ডোজ কম্পিউটার ল্যাপটপে এন্ড্রোইড সফটওয়্যার সাপোর্ট করে না।

অথবা এন্ড্রোইড অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে কম্পিউটারে। (Phoenix OS হলো একটি android Operating system যা কম্পিউটারে ইনস্টল করা যায় এবং সমস্ত রকমের android গেম কম্পিউটার /ল্যাপটপে খেলা সম্ভব )

এছাড়াও গেম খেলার জন্য আলাদা করে গেমিং কীবোর্ড ও গেমিং মাউস কিনতে পারেন। ( যদিও সাধারণ কিবোর্ড, মাউসে খেলা সম্ভব)

অর্থাৎ android app সাপোর্ট করবে এরকম সফটওয়্যার এর খুবই জরুরি কম্পিউটারে ফ্রী ফায়ার খেলার জন্য ।

এমুলেটর কেনো ব্যাবহার করা হয়?

উইন্ডোজ কম্পিউটারে এন্ড্রোইড গেম ইনস্টল করা যায় না তাই এন্ড্রোইড সফটওয়্যার কে সাপোর্ট করার জন্য কম্পিউটার ও ল্যাপটপে এমুলেটর সফটওয়্যার ইনস্টল করতে হয়।

ওই এমুলেটর এর মাধ্যমে এন্ড্রোইড গেম অথবা android app উইন্ডোজ এ সাপোর্ট করবে।

bluestacks এই সফটওয়্যার টি হলো সব থেকে বহুল ব্যবহৃত ইমুলেটর হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

এই সফ্টওয়ারটি ইনস্টল করে open করলে এর ভেতরে এন্ড্রোইড এর সমস্ত app ইনস্টল করতে পারবেন।

অর্থাৎ সফটওয়্যার এর ভেতর ফ্রি ফায়ার গেমটি চলবে। এরফলে অনেক বেশি RAM থাকা দরকার গেম খেলার জন্য ইমুলেটর এর মাধ্যমে।

যদি বেশি RAM না থাকে আপনার কম্পিউটার এ তাহলে Phoenix OS ইনস্টল করতে পারেন। এটি তুলনামূলকভাবে অনেক কম মেমরি তেও কোনোরকমের সমস্যা ছাড়া চলে যায়।

এমুলেটর অথবা OS কিভাবে ডাউনলোড করবেন?

বর্তমানে ফ্রী ফায়ার খেলার জন্য অনেক এমুলেটর সফটওয়্যর আছে , এর মধ্যে আমি দুটি এমুলেটর এর নাম বলছি, যা হলো :-

  1. bluestacks
  2. phoenix os

১. bluestacks

এটি কম্পিউটারের মধ্যে একটি সফটওয়্যারের মত ইনস্টল করা থাকে। এই সফটওয়্যারের মধ্যে ফ্রী ফায়ার অ্যাপটি ইনস্টল থাকবে। bluestacks এর মাধ্যমে গেম খেলতে চাইলে কমকরে ৮GB RAM এর প্রয়োজন এবং i5 Processor এর সঙ্গে ভালো গ্রাফিক্স কার্ড। তাহলেই ভালোভাবে খেলতে পারবেন।

Bluestacks এর মাধ্যমে গেম খেলতে গেলে যথেষ্ট ভালো হার্ডওয়ার কনফিগারেশনের ল্যাপটপ/কম্পিউটারের প্রয়োজন হয়।


২. phoenix os :

যদি আপনার কম্পিউটারে RAM ও প্রসেসর ও গ্রাফিক্স কার্ড খুব বেশি না হয় তাহলে bluestacks এর পরিবর্তে Phoenix OS এর মাধ্যমে free fire গেমটি খেলতে পারবেন।

Phoenix OS হলো একটি অপারেটিং সিস্টেম , এটি ইনস্টল (install) করলে কম্পিউটারকে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম করতে পারেন।

এই Phoenix Android অপারেটিং সিস্টেমটি ইনস্টল করার পর, কম্পিউটারে সমস্তকিছু করতে পারবেন যা একটি অ্যান্ড্রয়েড মোবাইলে করা যায়।

Phoenix অপারেটিং সিস্টেম ইনস্টল করলে কম্পিউটারে ২ টো অপারেটিং সিস্টেম রাখতে পারবেন। যখন কম্পিউটার On করবেন তখন উইন্ডোজ এবং ফোনিক্স Os এই দুটি অপারেটিং সিস্টেম দেখাবে। ওখান থেকে Phoenix Os এ ক্লিক করলে, কম্পিউটারে অ্যান্ড্রয়েড ফোনের মতো সমস্ত অপশন পাওয়া যাবে।

যেহেতু Phoenix Os ইনস্টল করলে, একসময়ে শুধুমাত্র একটি অপারেটিং সিস্টেম কম্পিউটারে চলে তাই কম RAM , প্রসেসর ও গ্রাফিক্স কার্ডে ও গেম চলতে পারে।

এই দুটির মধ্যে যেকোনো একটি ডাউনলোড করে গেম ইনস্টল করতে পারবেন। ডাউনলোড করার জন্য গুগল এ সার্চ করে নিতে পারেন।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *