যদি আপনি কম্পিউটারে WIFI কানেক্ট করতে চান তাহলে আপনাকে প্রথমে ওয়াইফাই এর এডাপ্টার লাগাতে হবে।
অনেকেই হয়তো জানেন না যে সরাসরি কম্পিউটারে কোনোরকম ওয়াইফাই সিগন্যাল কে ধরার মতো কানেক্টর লাগানো থাকে না সাধারণত। তাই আপনাকে একটি WIFI এডাপ্টার কিনে নিয়ে এসে USB জ্যাক এর জায়গায় লাগিয়ে দিতে হবে।
এরপর আপনার মোবাইল থেকে হটস্পট অথবা কোনো wifi রাউটার থেকে আগত সিগন্যাল কে সহজেই কম্পিউটারে লাগানো adapter এর মাধ্যমে কম্পিউটার ধরতে পারবে।
এরপর নিচের wifi চিহ্নের ওপরে ক্লিক করুন। এরপর wifi এর নাম দেখতে পাবেন , ওই নামের ওপরে ক্লিক করলে connect অপসন আসবে। ক্লিক করলে পাসওয়ার্ড দিয়ে অথবা যদি Free wifi হয় তাহলে পাসওয়ার্ড এর প্রয়োজন হবেনা সরাসরি কানেক্ট হয়ে যাবে।
নিচের ছবিটি দেখুন তাহলে বুঝতে আরো সুবিধে হবে।
এরপরে নিচের ছবিতে দেখুন wifi কানেক্ট হয়ে গেছে।