4 টি কম দামে ভালো হোস্টিং

কম দামে ভালো হোস্টিং

ভালো হোস্টিং কম্পানি অনেকই আছে কিন্তুু সমস্যা হলো সেগুলোর দাম খুবই বেশি। সেই সঙ্গে যখন আমরা ১ মাসের টাকা দিয়ে কিনতে চাই তখন দাম আরো বেশি হয়ে যায়। এর জন্য আমি আমি আপনাকে জানাবো 4 টি কম দামে ভালো হোস্টিং কোম্পানি।

এছাড়া আপনি যদি খুব সস্তা হোস্টিং কিনতে চান তখন বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। যেমন website এর স্পীড খুব স্লো হয়ে যায়।
এই কারণেই আমি আজকে আপনাদের 4 টি ভালো হোস্টিং যা যথেষ্ট সস্তা এবং সার্ভিস ও খুবই ভালো।

এখানে আমি দাম অনুযায়ী লিস্ট টি সাজাচ্ছি। লিস্টের প্রথম হোস্টিং কম্পানি টি হলো সব থেকে সস্তা এবং লাস্টের হোস্টিং কম্পানি টি হলো তুলনামূলকভাবে দামি।

এখানে আমি দাম অনুযায়ী লিস্ট টি সাজাচ্ছি। লিস্টের প্রথম হোস্টিং কম্পানি টি হলো সব থেকে সস্তা এবং লাস্টের হোস্টিং কম্পানি টি হলো তুলনামূলকভাবে দামি। 
Goviralhost.com সস্তা এবং ভালো স্পীড, অনেকদিন ধরেই ব্যাবহার করছি, সার্ভার ডাউন হওয়ার সমস্যা খুবই কম দেখেছি। এবং মাসে মাসে টাকা দিলেও চলবে কোনো বেশি টাকা লাগে না মাসে মাসে দেওয়ার জন্য
Hostinger.in  স্পীড ভালো নতুন website এর জন্য, তবে মাসে মাসে যদি টাকা দেওয়া হয় তাহলে অনেক বেশি টাকা লাগে। ৩ বছরের জন্য হোস্টিং কিনলে তাহলেই দাম টা কম হয়। সেই সঙ্গে অ্যাডভান্স প্ল্যান নিলে ডোমেইন পাওয়া যায় বিনামূল্যে
a2hosting.com a2hosting.com হোস্টিং খুবই ভালো। ওয়েবসাইট এর স্পিড ও সব কিছুই ঠিক থাকে।
Cloudways.com  Cloudways হলো ক্লাউড হোস্টিং সার্ভিস দেওয়া কোম্পানি। যদি আপনি ক্লাউড হোস্টিং ব্যবহার করতে চান তাহলে এই হোস্টিং টি খুবই ভালো

1. Goviralhost

Goviralhost হলো সব থেকে সস্তা এবং খুবই ভালো হোস্টিং সার্ভিস কোম্পানি।

এই কোম্পানি এর সব থেকে ভালো দিকটি হলো আপনি 1 মাসের জন্যও হোস্টিং সার্ভিস ব্যাবহার করতে পারেন । প্রতি মাসে পেমেন্ট করতে পারেন।

প্রতি মাসে পেমেন্ট এর সুবিধা প্রায় সমস্ত হোস্টিং কোম্পানি প্রোভাইড করে কিন্তুু বেশিরভাগ কোম্পানির মাসে মাসে পেমেন্ট করলে হোস্টিং এর দাম অনেক বাড়িয়ে দেয়।

অন্যান্য কোম্পানি গুলিতে 3 বছর এর জন্য যদি কোনো প্ল্যান নিতে চান তাহলে এক দাম ও 1 মাসের জন্য নিতে গেলে আলাদা দাম। এবং দাম টা অনেক বেশিই হয়।

কিন্তু Goviralhost এ আপনি একই দামে মাসে মাসে পেমেন্ট করতে পারবেন।

বর্তমান দাম অনুযায়ী আপনি 49 টাকা থেকে শুরু hosting প্ল্যান।

সেই সঙ্গে ফ্রী SSL সমস্ত website এর জন্য ব্যাবহার করতে পারেন।

এবং ফ্রী CDN পাবেন যা আপনার ওয়েবসাইট এর স্পীড দ্রুত করার জন্য।

আমি এই হোস্টিং নিজে ব্যাবহার করেছি তাই আমার মতে এই হোস্টিং দাম অনুযায়ী খুবই ভালো।


2. Hostinger

Hostinger হলো আমার পছন্দের একটি হোস্টিং সার্ভিস কোম্পানি।

যদি আপনার কাছে হোস্টিং এর জন্য একটু বেশি টাকা ব্যয় করতে পারেন তাহলে হোস্টিং হলো খুবই পছন্দের একটু কোম্পানি।

এখানে 59 টাকা থেকে প্ল্যান শুরু যদিও খারাপ দিকটি হলো 3 বছর এর জন্য হোস্টিং সার্ভিস কিনলে তবেই 59 টাকা করে দাম হবে।

নাহলে 1 মাসের জন্য কিনতে গেলে খুবই দাম দিতে হবে। এর জন্য আমি আপনাকে বলবো যদি আপনি কম খরচ করতে চান তাহলে goviralhost এই আপনার জন্য ভালো একটি হোস্টিং সার্ভিস।

Goviral host এর তুলনায় hostinger একটু ভালো হোস্টিং কিন্তুু 1 মাসের জন্য কিনতে গেলে খুবই দাম দিয়ে কিনতে হবে।

চাইলে একবছর এর জন্য কিনতে পারেন তাহলে কিছুটা দাম কম হবে।

এবং যদি hostinger এর অ্যাডভান্স প্ল্যান টি সাবস্ক্রাইব করেন তাহলে ফ্রী তে ডোমেইন নাম পাবেন যা একবছর এর জন্য সম্পুর্ন বিনামূল্যে ব্যাবহার করতে পারবেন।

.com ডোমেইন ও নিতে পারেন বিনামূল্যে।


3. a2hosting

যদি আপনি আরো দাম দিয়ে কিনতে চান তাহলে a2hosting হলো খুবই ভালো হোস্টিং কম্পানি ।

a2hosting খুবই নামি হোস্টিং কোম্পানি। এই কোম্পানি এর সার্ভিস ব্যাবহার করে ওয়েবসাইট এর স্পিড এর ব্যাপার এর কোনো চিন্তা করতে হবে না। খুবই ফাস্ট।

এখানে আপনি শেয়ার ও ক্লাউড হোস্টিং দুটোই পাবেন। এবং ক্লাউড ও শেয়ার হোস্টিং খুবই ভালো।


4. Cloudways

Cloudways হলো একটি cloud hosting providing company।

Cloud hosting সেই সব ব্লগার এর ব্যাবহার করা উচিত যাদের website এ খুবই ট্রাফিক আসে।

বেশি পরিমাণ ট্রাফিক যদি share hosting সামলাতে না পারে তাহলে ক্লাউড হোস্টিং কিনতে পারেন।

ক্লাউড হোস্টিং অনায়াসে website এর ভিজিটর দের দ্রুত website খুলতে সাহায্য করবে।


উপসংহার

ওপরের সমস্ত হোস্টিং কোম্পানি গুলি খুবই ভালো ,কম দামে ভালো হোস্টিং। যদি আপনার ওয়েবসাইট থেকে খুব ভালো ইনকাম করেন তাহলে a2hosting নিতে পারেন।

কিন্তু যদি আপনি নতুন কোনো ওয়েবসাইট শুরু করেছেন তাহলে goviralhost সব থেকে ভালো হবে, সেই সংগে আপনি মাসে মাসে টাকা দিতে পারবেন কোনো বেশি টাকা দিতে হবে না এর জন্য।

নতুন ব্লগার এর কাছে সস্তা কিন্তু ভালো হোস্টিং চান। আর নতুন ওয়েবসাইট এ বেশি ট্রাফিক আসেও না।

সেই সংগে নতুন যখন শুরু করেছেন তাই একসংঙ্গে ১ বছর এর জন্য হোস্টিং কেনা খুব একটা বুদ্ধিমানের কাজ নয় সেক্ষেত্রে ১ মাসের করে নিতে পারেন। যদি ওয়েবসাইট ভালো চলে তখন আরো ভালো প্ল্যান নিতে পারেন।

তাই নতুন ব্লগার দের জন্য goviralhost আর পুরোনো দের জন্য যা a2hosting অথবা cloudways.

এর থেকেও যদি সস্তা তে হোস্টিং চান তাহেল কমেন্ট করুন , এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ফেইসবুক এ গিয়ে আমার সংগে কথা বলতে পারেন। ধন্যবাদ।

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য সবথেকে ভালো হোস্টিং

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *