মোবাইল ফোনে কিভাবে টাইপ করবেন? আসুন তাহলে জেনে নিই।
অ্যান্ড্রয়েড মোবাইলে আরবী টাইপ করার জন্য কীবোর্ড সেটিংয়ে যেতে হবে।
এছাড়া আপনি কীবোর্ডের নিচে 🌐 চিন্হ দেখতে পাওয়া যায় ওই চিহ্নের ওপরে কিছুক্ষন ক্লিক করে চেপে রাখুন এবং কীবোর্ড সেটিংয়ে পৌঁছতে পারবেন। ওপরের চিত্রে দেখানো হয়েছে।
এরপরে LANGUAGE SETTINGS এ ক্লিক করতে হবে।
এরপরে ADD KEYBOARD অপশনে ক্লিক করতে হবে।
ওপরের বিভিন্ন ভাষার মধ্যে আপনার পছন্দমত আরবী দেশের ভাষাটি পছন্দ করুন ।
ওপরের পছন্দমত কিবোর্ডটি পছন্দ করুন এবং Done অপশনে ক্লিক করুন।
ওপরের ছবিতে দেখতে পাবেন আরবী কীবোর্ড add হয়ে গেছে।
এরপরে 🌐 চিন্হ তে ক্লিক করলে আরবী কীবোর্ড দেখতে পাবেন এবং ব্যাবহার করতে পারবেন।