ইউটিউব থেকে ইনকাম করার বিভিন্ন উপায় আছে যেগুলি নিচে আলোচনা করা হলো।
১ . অ্যাডসেন্স
গুগল অ্যাডসেন্স থেকে অ্যাডস দেখানোর মাধ্যমে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন।
যদি একটা কথা মনে রাখতে হবে আপনার চ্যানেল যদি অ্যাডস দেখানোর মত হয় তাহলেই ইউটিউব আপনার চ্যানেলে অ্যাডস দেখানো শুরু করবে এবং আপনি ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।
কিন্তূ প্রথম দিন থেকেই ইনকাম হওয়া সম্ভব নয় কারণ ইউটিউব আপনার চ্যানেলে অ্যাডস অ্যাকাউন্ট কে approval নেওয়ার জন্যে কম করে ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘণ্টা ভিডিও এর ওয়াচ টাইম হওয়া দরকার। তাহলেই আপনার অ্যাডসেন্স একাউন্ট approve হবে এবং আপনি ইনকাম করতে শুরু করবেন গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে অ্যাডস দেখিয়ে আপনার ইউটিউব ভিডিও তে।
২. স্পনসর
YouTube এ sponsored ads খুবই প্রচার হয়ে থাকে। অনেক youtuber আছেন যাদের প্রধান ইনকামের সোর্স হলো স্পনসর ads এর মাধ্যমে।
স্পনসর ads থেকে অনেক বেশি ইনকাম করা যায় অন্য ads এর তুলনায়।
আরো জানুন: স্পনসর ads কি?
৩. affiliate marketing
affiliate marketing YouTube এ খুবই সুন্দর ভাবে করা সম্ভব হয় এবং affiliate মার্কেটিং এর মাধ্যমে প্রচুর ইনকাম করা সম্ভব হয়।
এবং প্রচুর youtuber আছেন যারা affiliate মার্কেটিং থেকে যে পরিমান ইনকাম করেন ওনাদের আলাদা করে গুগল এডসেন্স এর প্রয়োজন পড়ে না।
৪. প্রোডাক্ট বিক্রি করে
প্রোডাক্ট YouTube এর মাধ্যমে বিক্রি করতে পারেন। YouTube যেহেতু অনেক বড় প্লাটফর্ম তাই প্রচুর কাস্টমার সহজেই পাওয়া সম্ভব।