আপনার ফেসবুক খুলেই দেখতে পাবেন লাইভ-এ (Live Video) ক্লিক করুন।
এরপরে, লাইভ সম্পর্কে ডেস্ক্রিপশনে লিখতেও পারেন লাইভ এর বিষয়বস্তু সম্পর্কে। এবং লাইভ কাকে দেখতে চাইছেন এটিও ঠিক করতে পারবেন। এর জন্য Friends অপশনটিকে ক্লিক করলে এটি সেট করতে পারবেন।
এরপরে, Go Live অপশনে ক্লিক করলে লাইভ শুরু হয়ে যাবে। এবং আপনার মোবাইলের সামনের ক্যামেরার সাহায্যে ফেসবুকে লাইভ ভিডিও চলতে থাকবে।
- যদি কোনো গ্রপে লাইভ হতে চান তাহলে : আপনার গ্রুপে যান এবং Live-এ ক্লিক করুন।
- কোনও ইভেন্টে লাইভ হতে, ইভেন্টে যান এবং কিছু লিখুন ট্যাপ করুন তারপরে Live ভিডিওতে ট্যাপ করুন।