আমরা অনেক সময় দুটো সালের মধ্যে কত বছর হয়, অথবা দুটো তারিখের মধ্যে কত বছর হয় এই হিসাব করার দরকার পরে কিন্তু আমার সঠিকভাবে করতে পারিনা ।
এই রকমের সমস সমাধানের জন্য একটি ওয়েবসাইট আছে য ব্যবহার করে দুটো তারিখের মধ্যে কত বছর , মাস ও দিন হয় এটি দেখতে হিসাব করতে পারবেন ।
yearscalculator.com হল ঐ ওয়েবসাইট এই ওয়েবসাইট ব্যবহার করে দুটো তারিখের মধ্যেকার বছর , মাস ও দিনকে হিসাব করতে পারবেন ।
এছাড়াও এই ওয়েবসাইট ব্যবহার করে নিজের বয়স বের করতে পারবেন । বয়স হিসাব করার জন্য আপনাকে আপনার জন্ম তারিখ লিখতে হবে এবং calculate অপশনে ক্লিক করলে হিসাব করা বছর দেখতে পাবেন যা হল আপনার বয়স ।
ওপরের ছবিতে দেখানো হল কিভাবে বছর হিসাব করবেন ।