বর্তমান সময়ে মাইনিং এর মাধ্যমে প্রচুর মানুষ খুব ভালো ইনকাম করছেন , কিন্তু মাইনিং করার জন্য সাধারণত কম্পিউটার অথবা ল্যাপটপ এর প্রয়োজন হয় সেই সঙ্গে ভালো গ্রাফিক্স কার্ডের প্রয়োজন পড়ে , যেহেতু প্রচুর মানুষ একসংঙ্গে মাইনিং করার জন্য গ্রাফিক্স কার্ড কিনতে চাইছে তাই গ্রাফিক্স কার্ড অনেক বেশি দামে বিক্রি হচ্ছে।
বেশি দামে বিক্রি হওয়ার ফলে সবার দ্বারা ওতো দামি কার্ড কেনার মতো টাকা থাকেনা , এক্ষেত্রে ওনারা দেখেন মোবাইলের মাধ্যমে কোনোভাবে যদি মাইনিং করা সম্ভব হয় তাহলে মাইনিং করেও কিছু টাকা ইনকাম করা যেতো।
যেহেতু মোবাইলের মধ্যেও GPU ,CPU থাকে তাই অনেকের মধ্যে এই প্রশ্ন আসতেই পারে।
সত্যিই কি মোবাইলের মাধ্যমে মাইনিং করা সম্ভব ?
হ্যাঁ। সম্ভব। কিন্তু যেহেতু মোবাইলের প্রসেসর ওর GPU কম্পিউটারের মতো শক্তিশালী নয় তাই অনেক কম ইনকাম করা যায় মোবাইলের মাধ্যমে।
কিভাবে মোবাইলের মাধ্যমে Mining করবেন ?
মোবাইলে মাইনিং করার জন্য MinerGate control নামের একটি app কে গুগল প্লেস্টোর থেকে ইনস্টল করতে হবে।
এরপর আপনাকে signup করতে হবে এবং মাইনিং শুরু করতে পারবেন মোবাইলের মাধ্যমে।
যদি কোনো সমস্যা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন , খুব শ্রীঘ্রই উত্তর পাবেন।