- কোনো ব্যক্তি বা যন্ত্রের দ্বারা একক সময়ে কার্য করাকে তার ক্ষমতা বলে।
- কার্য করার হারকে ক্ষমতা বলে।
- সময়ের সাপেক্ষে কার্য করাকে ক্ষমতা বলে।
- কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলে।
- একক সময়ে কার্য করাকে ক্ষমতা বলা হয়।
Contents
show
ক্ষমতার সূত্র
একক সময়ের কৃতকাজ দ্বারা ক্ষমতা পরিমাপ করা হয়। কোন ব্যক্তি t সময়ে W পরিমাণ কাজ সম্পাদন করলে ক্ষমতা P = w/t


ক্ষমতার একক
ক্ষমতার পরম একক
- CGS পদ্ধতিতে ক্ষমতার পরম একক আর্গ / সেকেন্ড
- SI পদ্ধতিতে ক্ষমতার পরম একক ওয়াট (W) যা জুল / সেকেন্ড
ক্ষমতার অভিকর্ষীয় একক
- CGS পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষীয় একক গ্রাম সেন্টিমিটার / সেকেন্ড
- SI পদ্ধতিতে ক্ষমতার অভিকর্ষীয় একক কিলোগ্রাম মিটার / সেকেন্ড
ক্ষমতার মাত্রা
[ML2T−3]