গুগল অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কাছে যদি কোনো Gmail অ্যাকাউন্ট থাকে তাহলে ওই অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন (sign in) করে গুগল অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন।
গুগল অ্যাকাউন্ট কি?
Google account আমাদের অনুমতি দেয় গুগলের সমস্ত সার্ভিস ব্যাবহার করার জন্য। যেমন, গুগল ম্যাপ, গুগল playstore, গুগল ড্রাইভ, গুগল doc ইত্যাদি ।
আমাদের স্মার্টফোনে যে সফটওয়্যার (অপারেটিং সিস্টেম) ব্যবহার করি তা হলো অ্যান্ড্রয়েড (Android)। এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি গুগল কোম্পানির দ্বারা বানানো।
যদিও গুগল এর মূল কোম্পানীর নাম হলো অ্যালফাবেট।
এবং, অ্যান্ড্রয়েড মোবাইলের অপারেটিং সিস্টেম যেহেতু গুগল এর দ্বারা বানানো তাই প্রত্যেক মোবাইলের মধ্যে গুগলের একটু অ্যাকাউন্ট বানানোর দরকার হয়।
ওই অ্যাকাউন্টের মধ্যে গুগলের সমস্ত প্রোডাক্ট (যেমন, গুগল ড্রাইভ, প্লেস্টোর, gmail, আপনার সমস্ত তথ্য থাকে) যুক্ত করা থাকে।
অর্থাৎ গুগল অ্যাকাউন্ট আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য একটি অ্যাকাউন্ট । এই অ্যাকাউন্টে আপনার বিষয়ে সমস্ত তথ্য গুগল সঞ্চিত করে রাখে।
গুগল অ্যাকাউন্ট খোলার নিয়ম
গুগল অ্যাকাউন্ট খোলার জন্য সমস্ত স্টেপগুলো আলোচনা করা হলো:
স্টেপ ১
প্রথমে, আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস (settings) অপশনে যেতে হবে।
এবং গুগল (google) অথবা কিছু কিছু ফোন অ্যাকাউন্ট (Account অথবা add account) এই অপশনটি ও থাকতে পারে।
স্টেপ ২
আমার ফোনে যেহেতু ইতিমধ্যে একটি গুগল একাউন্ট যুক্ত করা আছে তাই add another account অপশন দেখাচ্ছে।
আপনার ক্ষেত্রে শুধু add account অপশন দেখতে পাবেন।
স্টেপ ৩
যদি আপনার কাছে পুরনো কোনো gmail অ্যাকাউন্ট থাকে তাহলে ওই অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন (Sign in ) করতে পারেন।
যদি আপনার কোনো gmail অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে create account অপশনে ক্লিক করে নতুন গুগল একাউন্ট add করতে পারবেন।
কিভাবে Gmail অ্যাকাউন্ট বানাবেন? জানুন।