গুগল কি? কিভাবে কাজ করে?

গুগল হলো একটি ওয়েবসাইট এটির কাজ হলো তথ্য প্রদান করা এবং ওই তথ্য গুগলের ওয়েবসাইটে না থাকলে অন্যান্য ওয়েবসাইটকে খুঁজে বের করা যে ওয়েবসাইটের মধ্যে ওই প্রশ্নের উত্তর আছে। এবং ওই উত্তর কে খুঁজে পেতে সাহায্য করা।

গুগল একটি ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটের কাজ হলো ইন্টারনেটের মধ্যে সর্বজনীন অ্যাকসেস যোগ্য ওয়েবসাইট গুলির তথ্যকে পড়া এবং সেই ওয়েবসাইটকে গুগলের সার্ভারের মধ্যে সঞ্চিত করে রাখা।

যখনই কোনো user গুগলের ওয়েবসাইটে কোনো প্রশ্নের উত্তর সার্চ করবে তখন ওই উত্তর যে ওয়েবসাইটে পাওয়া যেতে পারে ওই ওয়েবসাইট গুলিকে সার্চ রেজাল্ট এর মধ্যে দেখিয়ে থাকে। যার ফলে আপনি সহজেই কি ওয়েবসাইটগুলোর ভেতরে গিয়ে উত্তরটি খুঁজে বের করতে পারবেন ।

গুগল না থাকলে আপনি জানতেই পারতেন না কোন ওয়েবসাইটের মধ্যে আপনার প্রশ্নের উত্তর লেখা আছে। এছাড়াও আপনি ওই ওয়েবসাইটকে খুঁজেও পেতেন না।

বর্তমানে গুগলের সহায়তায় আমরা সহজেই ওই ওয়েবসাইট গুলিকে খুজে ফেলতে পারি।

গুগল কিভাবে কাজ করে?

গুগলের সার্ভারএর মধ্যে প্রোগাম লেখা আছে যার ফলে সার্ভার কম্পিউটারটি ইন্টানেটের মধ্যে মজুত সমস্ত ওয়েবসাইটকে visit করে এবং ওই সমস্ত ওয়েবসাইটকে চেক করে কোন বিষয়ে ওই ওয়েবসাইটটি বানানো হয়েছে।

এরপর গুগলের কম্পিউটারে ওই সমস্ত ওয়েবসাইটের ওয়েব পেজগুলোর লেখাকে বোঝার ফলে বুঝতে পারে এটি কোন প্রশ্নের উত্তর।

এভাবেই বিভিন্ন ওয়েবসাইটএর পেজকে বিভিন্ন প্রশ্নের উত্তর হিসেবে গুগলের কম্পিউটারে save করে রাখে।

পরবর্তীকালে যখন কোনো ব্যাক্তি গুগলের ওয়েবসাইটে গিয়ে সার্চ করে ওই প্রশ্নগুলি তখন গুগল ওই প্রশ্নের উত্তর যেসব ওয়েবসাইট গুলিতে আছে ওই সমস্ত ওয়েবসাইট গুলিকে ইউজারের সামনে প্রস্তুত করে।

এভাবেই গুগল কাজ করে।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *