গুগল থেকে আয় করবেন কিভাবে? এই ৬ টি উপায়ে গুগল থেকে আয় করতে পারবেন।

বর্তমানে গুগল হলো বিশ্বের বড় বড় কোম্পানিগুলির মধ্যে একটি। এই কোম্পানি থেকে প্রচুর পরিমান আয় করা যায় যা আমরা অনেকেই জানিনা। তাই আপনি যদি ঘরে বসে গুগল থেকে আয় করতে চান তাহলে অবশ্যই লেখাটি পড়তে পারেন।

এখানে যতগুলি আয় সম্বন্ধিত তথ্য দেওয়া হয়েছে সমস্ত গুলি থেকে আয় করা যায় এবং কিছু কিছু ক্ষেত্রে তো কোটি কোটি টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।


১. YouTube

Cover art

YouTube হলো গুগল এরই একটি প্রোডাক্ট এটির মাধ্যমে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। YouTube থেকে ইনকাম করার জন্য আপনার মোবাইলের মাধ্যমেই YouTube চ্যানেল বানাতে পারবেন এবং ওই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করতে থাকলে , ওই ভিডিও ইন্টারনেটের মাধ্যমে সবাই দেখতে পাবে।

যেসমস্ত YouTube ব্যবহারকারী আপনার ভিডিও দেখবে ওই সময় গুগল ads দেখাবে এবং ওই ads এর টাকা আপনি পাবেন। এভাবেই যত বেশি মানুষ আপনার ভিডিও দেখবে ততই বেশি পরিমান ads দেখাবে গুগল এবং ততই বেশি পরিমান আয় হবে।

এমনও অনেক মানুষ আছেন যারা YouTube থেকে মাসে কোটি কোটি টাকা আয় করে থাকেন।

YouTube থেকে ইনকাম করার জন্য গুগলের যে প্লাটফর্মটি ব্যবহার করা হয় তা হলো Google AdSense. এই এডসেন্স থেকেই সমস্ত ads দেখানো হয়।


২. Blogging

Cover art

YouTube ছাড়াও ওয়েবসাইট বানিয়ে ইনকাম করতে পারেন।

আপনি একটি ওয়েবসাইট বানিয়ে মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারেন। এভাবেই গুগলে সার্চ করে আপনার ওয়েবসাইট থেকে ওই সমস্ত উত্তরগুলি পড়তে পারে।

উত্তর পড়ার সঙ্গে সঙ্গে গুগল থেকে বিভিন্ন ads দেখানো হবে। এবং ads এর টাকা আপনি পাবেন।

আপনাকে নিয়মিত তথ্য লিখে যেতে হবে আপনার ওয়েবসাইটের জন্য। যত বেশি লিখবেন তত বেশি পরিমান মানুষ আপনার ওয়েবসাইট visit করতে পারে বিভিন্ন প্রশ্নের উত্তরের সন্ধানে। যার ফলে অধিক আয় করা সম্ভব।

Blogging এর মাধ্যমে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় , এরকম অনেকেই আছেন যারা কোটি কোটি টাকা অনায়াসে ইনকাম করে ফেলেন Blogging এর মাধ্যমে।

blogging শুরু করার জন্য আপনাকে একটি ওয়েবসাইট বানাতে হবে এবং ওই ওয়েবসাইটে নিয়মিত লিখে যেতে হবে।

ওয়েবসাইট থেকে ইনকাম করার জন্য গুগলের যে প্লাটফর্মটি ব্যবহার করা হয় তা হলো Google AdSense. এই এডসেন্স থেকেই সমস্ত ads দেখানো হয়।


৩. App

আমাদের ফোনে প্রচুর app থাকে, এছাড়াও আমরা গুগল প্লেস্টোর থেকে ইনস্টল করে থাকি। তাই আপনিও যদি app বানিয়ে থাকেন তাহলে আয় করতে পারবেন।

প্লেস্টোর হলো গুগলেরই প্রোডাক্ট। তাই আপনি app বানিয়ে প্লেস্টোরে আপলোড করতে পারেন। প্লেস্টোর থেকে app বিক্রি করতে পারেন অথবা app এর ভেতরে ads লাগিয়ে রাখতে পারেন। যার ফলে ব্যবহারকারী আপনার app ব্যবহার করতে গেলে ads দেখাবে এবং ওই ads এর টাকা আপনি পাবেন।

app এর ads দেখানোর জন্য Google AdMob থেকে ads লাগানো হয়ে থাকে।


৪. Google বিজ্ঞাপন (AdWords)

Cover art

AdWords এর মাধ্যমে আপনি বিজ্ঞাপন দিতে পারবেন। তাই এর মাধ্যমে আপনি টাকা খরচ করে বিজ্ঞাপন দিতে পারবেন।

বিজ্ঞাপন হিসেবে আপনি কোন প্রোডাক্ট অথবা সার্ভিসের বিজ্ঞাপন দিতে পারবেন, যার ফলে হাজার হাজার মানুষের কাছে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস পৌঁছে যাবে।

এবং ওই বিজ্ঞাপন থেকে কিছু ব্যাক্তি যদি আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস ব্যবহার করে তাহলে সহজেই যায় করতে পারবেন।


৫. Google my Business

Cover art

Google my Business সারা বিশ্বে প্রচুর ব্যবহার করা হয়। এটির মাধ্যমে আপনার ব্যাবসার ঠিকানা ম্যাপ এবং গুগলে সার্চ করলেই খুঁজে পাওয়া যায় এবং Google এর মাধ্যমে অনলাইনে অর্থ উপার্জনের জন্য একটি সহজ টুল করে তোলে৷

Google Map এ বিভিন্ন জায়গার দোকান ও ব্যবসা সমন্ধে লিস্টিং করতে পারেন। যার ফলে গুগল থেকে সার্চ করলে ওই ব্যাবসার ঠিকানা দেখতে পাওয়া যায়।

এটির সুবিধা হলো গ্রাহক দোকান খুঁজে পাবে এবং দোকানদার গ্রাহক খুঁজে পাবে। যার ফলে ব্যাবসার উন্নতি হবে। নতুন নতুন কাস্টমার পাওয়ার জন্য গুগল লিস্টিং অন্যতম ভূমিতে পালন করে।

তাই আপনিও আপনার ব্যবসার সম্বন্ধিত লিস্টিং করতে পারেন এবং গ্রাহক পেতে পারেন , এছাড়াও আপনার যদি কোনো ব্যবসা না থাকে তাহলে, অন্যান্য ব্যাবসার লিস্টিং করতে পারেন টাকার বিনিময়ে।

বর্তমানে প্রচুর কোম্পানি তৈরি হয়েছে শুধুমাত্র বাবসাগুলিকে গুগলে লিস্টিং করার জন্য। এবং ওই কোম্পানিগুলি প্রচুর ইনকাম করে থাকে।

তাই আপনিও শুরু করতে পারেন , গুগলে লিস্টিং করানো বাবসাগুলি এবং বিনিময়ে প্রচুর টাকা চার্জ করতে পারেন।

Google My Business এর app এবং ওয়েবসাইট দুটোই আছে। app টি ডাউনলোড করার জন্য গুগল প্লেস্টোর রয়েছে।

আর ওয়েবসাইট এর লিংকটি দিলাম


৬. Google Opinion Rewards

Cover art

কেউ আপনার মতামতে আগ্রহী কিনা তা কোন ব্যাপার না কারণ Google সর্বদা আপনার প্রতি মনোযোগ দিতে আছে। এটি গুগল অনলাইন কাজের মধ্যে একটি। একটি নির্দিষ্ট জিনিস সম্পর্কে আপনি কী এবং কীভাবে অনুভব করেন তা জানার সম্পূর্ণ আগ্রহের সাথে, এটি আপনাকে আপনার মতামতের জন্য পুরষ্কার দেয়। Google Opinion Rewards হল একটি অ্যাপ যার মাধ্যমে আপনি একটি সমীক্ষায় আপনার মতামত শেয়ার করে উপার্জন করতে পারেন।

এটা কিভাবে কাজ করে?

  • প্লেস্টোর থেকে অ্যাপটি Google Opinion Rewards ডাউনলোড করুন ।
  • আপনার মৌলিক ব্যক্তিগত কিছু বিবরণ দিন।
  • সপ্তাহে একবার সমীক্ষার বিজ্ঞপ্তিগুলি পেতে শুরু করুন (জরিপটি পর্যালোচনা এবং ব্যবহারকারীর মতামতের আকারে একটি নির্দিষ্ট ব্যবসায়ীর প্রতি আপনার সন্তুষ্টি সম্পর্কে)।

প্রতিটি সম্পূর্ণ সমীক্ষার বিনিময়ে, আপনি PayPal বা Google Play স্টোরে একটি ক্রেডিট পাবেন। এই ক্রেডিটটির মূল্য $1.00 পর্যন্ত হতে পারে৷

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *