অনেকেরই ঘরের বাইরে ইন্টারনেটের স্পিড খুবই ভালো থাকে কিন্তু যখনই মোবাইল নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করা হয় মোবাইলের নেটওয়ার্ক ক্রমশ কমে যেতে থাকে। এবং এই অবস্থায় আমরা যখন মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে শুরু করি ইন্টারনেট খুবই ধীরে ধীরে চলে অথবা অনেক সময় তো ইন্টারনেট চলেই না। তাই ইন্টারনেটের এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু টিপস দিতে পারি।
১. সিমকার্ড ওয়াইফাই dongle
বর্তমানে প্রচুর ওয়াইফাই হটস্পট ডঙ্গল (Wi-Fi hotspot dongle) পাওয়া যায় । ওই ডঙ্গল এর মধ্যে সিমকার্ড লাগিয়ে হটস্পট পেতে পারেন।
যেহেতু ঘরের ভেতরে ইন্টারনেটের স্পীড পাওয়া যায়না। তাই ওই ডঙ্গলকে ঘরের জানালায় অথবা বাইরে রেখে হটস্পট এর মাধ্যমে ইন্টারনেট ব্যাবহার করতে পারেন বাড়ির ভেতর থেকে।
হটস্পট ডঙ্গল বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন ব্যাটারি যুক্ত থাকা অথবা ব্যাটারি ছাড়া।
ব্যাটারি ছাড়া ডঙ্গল ব্যাবহার করতে গেলে আপনাকে সবসময় ওই ডঙ্গলকে পাওয়ার দিয়ে রাখতে হবে পাওয়ার ব্যাংক অথবা মোবাইলের চার্জারের অ্যাডাপ্টার ব্যাবহার করে।
ব্যাটারি যুক্ত ডঙ্গল ব্যাবহার করতে গেলে বাইরে থেকে কোনো বিদ্যুতের প্রয়োজন নেই। শুধু মাঝে মাঝে ওই হটস্পট ডিভাইসকে চার্জ দিয়ে রাখবেন।
২. ব্রডব্যান্ড কানেকশন লাগাতে পারেন
যদি ইন্টানেটের খুবই প্রয়োজন হয় এবং ইন্টারনেট ছাড়া অচল। এই অবস্থায় broadband connection যদি আপনার এলাকায় পাওয়া যায় তাহলে লাগাতে পারেন।
যদিও ব্রডব্যান্ড কানেকশন সমস্ত জায়গায় পাওয়া যায় না বিশেষ করে গ্রামাঞ্চলে ব্রডব্যান্ড কানেকশন পাওয়া খুবই মুশকিল। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন যদি ব্রডব্যান্ড কানেকশন পাওয়া যায় তাহলে লাগিয়ে নিতে পারেন।