মোবাইল কে চার্জে দিয়ে ব্যবহার করলে কি কোনো সমস্যা হবে?, অথবা অন্য ভাবে বলতে গেলে মোবাইল চার্জিং অবস্থায় ব্যবহার করা উচিত কি ? তাহলে আসুন এই প্রশ্নের উত্তর খুঁজে নিই।
মোবাইল কে চার্জে দিয়ে ব্যবহার করলে কি কোনো সমস্যা হবে?
মোটামুটি খুব সামান্য ব্যবহার করতে চাইলে করতে পারেন , কিন্তু মোবাইল কে চার্জ দিয়ে বেশি ব্যবহার করা উচিত নয়। এর পেছনে অনেক কারণ আছে , সেগুলি নিচে আলোচনা করা হলো।
মোবাইল কে চার্জ দিয়ে ব্যবহার করা কেন উচিত নয় ?
চার্জ লাগিয়ে মোবাইল কেন ব্যবহার করা উচিত নয় এর কারণ গুলি নিচে আলোচনা করা হলো।
১. মোবাইল গরম হয়ে যেতে পারে
মোবাইল ব্যবহার করলে সাধারণত মোবাইল গরম হয় এবং চার্জ দিলেও মোবাইল গরম হয়। আপনি যদি এই দুটি কাজ (অর্থাৎ মোবাইল ব্যবহার করা ও চার্জ দেওয়া ) একই সংগে করে তাহলে মোবাইল খুব বেশি গরম হয়ে যায়।
এছাড়াও অত্যাধিক গরম হলে ব্যাটারিতে আগুন পর্যন্ত লেগে যেতে পারে। তাই খুব সামান্য ব্যবহার করতে চাইলে করতে পারেন। কিন্তু খুব বেশি নয়।
এবং খেয়াল রাখতে হবে মোবাইল যেন অত্যাধিক গরম না হয়ে যায়।
২. তাপ ব্যাটারির ক্ষমতা কমিয়ে দেয়
যেমন আমরা জেনেছি যে , চার্জ দিয়ে ব্যবহার করলে মোবাইল গরম হয়ে যেতে পারে। এবং ওই মোবাইলের ব্যাটারী যদি এরকম অধিক সময়ের জন্য গরম হয়ে থাকে , তাহলে ব্যাটারির ক্ষমতা কমে যেতে পারে।
অর্থাৎ আপনার ব্যাটারীর চার্জ ধারণ ক্ষমতা কমে যেতে পারে , এবং বেশি সময় ব্যাটারিতে চার্জ থাকবে না।
যেমনটা ফোন পুরোনো হলে বেশি সময় চার্জ থাকে না এরকম সমস্যা হতে পারে।
৩. মোবাইলের ব্যাটারী চার্জ হতে দেরি হবে।
যদি মোবাইল ব্যবহার করেন চার্জিং অবস্থায় , এতে চার্জার থেকে সরাসরি বিদ্যুৎ গিয়ে মোবাইল কে শক্তি প্রদান করবে , এবং বাড়তি বিদ্যুৎ ব্যাটারী কে চার্জ করবে , এক্ষেত্রে বেশি সময় লাগতে পারে মোবাইল চার্জ হতে।
৪. চার্জিং পোর্ট ঢিলা হয়ে যেতে পারে
মোবাইল কে চার্জ লাগিয়ে ব্যবহার করার জন্য নাড়াচাড়া করলে চার্জিং পোর্ট যা মোবাইলের সংঙ্গে যুক্ত করা হয় চার্জ দেওয়া জন্য। ওই অংশটি ঢিলা হয়ে যেতে পারে।
যার ফলে পরবর্তী সময় চার্জ দিতে সমস্যায় পড়তে পারেন। এবং ওই পোর্ট টি খারাপ হতেও পারে।
উপসংহার
সব শেষে একটাই কথা বলবো , মোবাইল চার্জে দিয়ে ব্যবহার না করাই ভালো , করতে হবে খুব সামান্য ব্যবহার করতে পারেন।