জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস শুভেচ্ছা বার্তার কবিতা ও ছন্দ গুলি WhatsApp ,ফেসবুক, স্ট্যাটাস , মেসেজের মাধ্যমে পাঠাতে পারেন।


জীবনের মাঝপথে যখন এসে থমকে যাই,
তখন আমি তোমাকে পাই,
শক্ত করে হাতটি ধরে সাহস দিয়ো তুমি বলো,
জন্ম জন্মান্তরেও তোমাকে স্ত্রী হিসেবে চাই!!
☆শুভ জন্মদিনের শুভেচ্ছা আমার প্রিয়তমা*☆


তুমি এলে তাই,
আমি নতুন জীবন ফিরে পাই,
অগোছালো আমার জীবনকে আলো দিয়ে সাজিয়ে,
শুধু তুমি ছিলে তাই!!
💐Happy Birthday Jaanu💐


তুমি অনন্য,
তুমিই আমার জন্য,
আমার জীবনে এসে তুমি,
করে দিলে জীবন ধন্য!!
💐☆*শুভ জন্মদিন আমার ভালোবাসা*☆💐


তোমায় নিয়ে হারিয়ে যাবো,
হাজার স্বপ্ন ঘিরে,
জীবন যেন রাঙিয়ে দিলে,
অজানা স্বপ্নের প্রেমের তীরে!!
💐শুভ জন্মদিনের খুব শুভেচ্ছাভালোবাসা💐🎂


আজকে তোমার জন্মদিন,
ওগো শুনছো আমার জান,
তোমায় ছাড়া জীবন অচল,
তুমিই আমার প্রাণ!!
💐*শুভ জন্মদিন আমার প্রাণ🎂💐


বৃষ্টি ভেজার খুশির নাচে,
বাজবে পায়ের নূপুর,
গিরসকালে সময় তোমার সাথে,
কাটাবো সারা দুপুর!!
💐☆*শুভ জন্মদিন আমার প্রিয়তমা🎂


হারিয়ে যাওয়া স্বপ্ন গুলি,
তুমি এসে ফিরিয়ে দিলে,
নতুন করে চাঁদের আলোয়,
আমার জীবন সাজিয়ে দিলে!!
꧁🎂🎂 শুভ জন্মদিন জান🎂🎂


জন্মদিন ক্যালকুলেটর : জন্মদিন ক্যালকুলেট করুন


তোমার কাছে রেখেছি,
আমার রাগ দুখঃ সবই জমা,
যদি হয় মনমানীনল্ল্য,
করে দিও তুমি আমায় ক্ষমা!!
🎂🎂 তোমায় শুভেচ্ছা জানাই শুভ জন্মদিনের💐


তোমার চলার পথে,
আমিও পা মেলাতে চাই,
মনের খালি জায়গা পূরণ হলো,
শুধু তুমি এলে তাই!!
💐হ্যাপি বার্থডে প্রিয়তমা🎂🎂


তুমি আমার জীবনের অমূল্যঃ যা বোঝানো যায়না গিনে,
আমি চিরকাল থাকবো তোমার ঋণে,
আনন্দে থেকো খুশিতে থেকো,
প্রিয়তমা তোমার জন্মদিনে!!
💐Happy Birthday🎂🎂


পৃথিবীর কাছে চাঁদ রয়েছে একটি,
আকাশের বুকে তারা থাকে অগণ্য,
আমার বুকে জায়গা রেখেছি,
শুধু তোমারই জন্য!!
💐Shuvo jonmodin🎂🎂


তোমায় নিয়ে স্বপ্ন অনেক,
আছে অনেক আশা,
চাঁদ তাঁরা তেও লেখা আছে ,
আমাদের ভালোবাসা!!
🎂🎂💐jonmodiner shuvechha🎂


কাছে এসো ভালোবেসো থেকোনা দূরে,
থাকবে অনেক আদরে,
তোমায় আমি মুড়ে রাখবো,
শূন্যহীন ভালোবাসার সাগরে!!
💐জন্মদিনের শুভেচ্ছা🎂🎂


খুশিতে ঝলমলিয়ে উঠুক,
আজকের জন্মদিনের রজনী,
জন্মদিনে প্রাণ ভোরে আশীর্বাদ করলাম,
ভালো থেকো আমার প্রাণ সজনী!!
💐হ্যাপি বার্থডে🎂🎂


বয়স ক্যালকুলেটর : বয়স ও জন্মদিন ক্যালকুলেট করুন


ঈশ্বর খারাপ নজর থেকে বাঁচায় তোমাকে,
চাঁদ তাঁরা দিয়ে সাজায় তোমাকে,
দুখঃ কি তা ভুলে যাও তুমি,
ঈশ্বর এমন হাসাবে তোমাকে!!
☆Happy Birthday My Love*☆

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

আমার একটি শুভ প্রার্থনা হলো,
তোমার সব প্রার্থনা পূরণ হোক,
স্বপ্নের সুন্দর ইচ্ছে গুলো,
ওই সমস্ত স্বপ্ন পূরণ হোক!!
꧁💐Happy Birthday Jaanu💐

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

পায়ে পায়ে চলতে গেলে তোমায় আমার লাগে ,
কারণ তুমি আমায় পথ দেখাও তুমিই থাকো আমার আগে,
তোমায় ছাড়া শূন্য জীবন ছাড়বোনা তোমার হাত,
তোমার জন্যই হৃদয় আমার জাগে সারা রাত!!
💐☆*শুভ জন্মদিন আমার ভালোবাসা*☆💐

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

পূরণ হোক মনের ইচ্ছেগুলো তোমার,
খুশির পৃথিবী মিলে তোমায় ,
তুমি প্রার্থনা করো একটি তাঁরা,
ঈশ্বর বৃষ্টি দেয় আকাশের তারার!!
꧁💐শুভ জন্মদিনের খুব শুভেচ্ছাভালোবাসা💐

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

আমার খালি খালি পায়ে,
তুমি পরিয়ে দেবে নূপুর,
তুমি চাইলে হবে আমার ইচ্ছে পূরণ,
জীবনে খুশি থাকার তুমিই শুধু কারণ!!
💐*শুভ জন্মদিন আমার প্রাণ☆💐

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

জন্মদিন ক্যালকুলেটর : জন্মদিন ক্যালকুলেট করুন


তুমি ছাড়া অন্ধ আমি দেখতে পাইনা কিছু,
তোমায় প্রেমে পড়ার পেছনে আছে অনেক কারণ,
তুমি এতো সুন্দর তাই ,
বাকিদের বলে রেখেছি প্রেমে পড়া বারণ😊!!
💐☆*শুভ জন্মদিন আমার প্রিয়তম*☆💐

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

চলতে চলতে পথে আমি শুধু একা,
ভাবি শুধু পাই যদি তোর দেখা,
হাতটি আমি ধরবো লাগবেনা আর ভয়,
তোকে ছাড়া আমার জীবন কোনোভাবেই সম্ভব নয়।!!
꧁🎂🎂 শুভ জন্মদিন জান🎂🎂

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

জন্মদিন ক্যালকুলেটর : জন্মদিন ক্যালকুলেট করুন


তোমার সাথে ঝগড়া করবো,
করবো রাগা রাগী,
হতেই পারে ঝগড়া রাগ
কিন্তূ পারবোনা হতে তোমায় তাগী!!
🎂🎂প্রিয় তোমায় শুভেচ্ছা জানাই শুভ জন্মদিনের💐

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

রাস্তায় চলতে থাকা আমার এই পথে,
তোমার কথা গুলো মনে গেঁথে,
অন্যমনস্ক হয়ে যাই তোমায় ভেবে,
সারাজীবন হাঁটতে চাই শুধু তোমার সাথে!!
💐হ্যাপি বার্থডে প্রিয়তম🎂🎂

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

তোমার চলার পথে,
আমার পা মেলাতে চাই,
তোমার মনের মাঝে,
আমার হৃদয় রাখতে চাই!!
💐Happy Birthday Dear🎂🎂

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

বৃষ্টি যদি আসে তাহলে পাঠিয়ে দেবো তোমার কাছে,
চাঁদ যদি ওঠে তাহলে পাঠিয়ে দেবো তোমার ঘরে,
শীতে সূর্যের আলো দেব,
গরমে হাওয়ায় গাছের পাতা নড়ে!!
💐Shuvo jonmodin🎂🎂

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

প্রেমিক বাবু প্রেমিক বাবু শুনতে কি পাওনা,
আমার মনের মাঝে একটু সময় কাটিয়ে যাওনা,
অনেক সময় পেরিয়ে গেলো এবার তুমি বলে ফেলো,
জীবনের শেষ পর্যন্ত তোমায় ছাড়তে চাইনা!!
🎂🎂💐jonmodiner shuvechha🎂

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

পাখির ঠোঁটে পাঠিয়ে দেবো আমার লেখা চিঠি,
উড়ে যাওয়া পাখীটারে পাঠিয়েছি আমার আদরে,
আমার মনের পাখিটা তুমি দেখতে পাবে না যে,
কথাগুলি আমার ভেসে যায় বাতাসে রেখেদিও ভালোবাসার চাদরে!!
💐জন্মদিনের শুভেচ্ছা🎂🎂

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

পথে চলতে সাহস হয়েছিলো,
তুমি ছিলে বলে,
মাথার ওপর আকাশের মতো আড়াল,
তুমিই করে ছিলে!!
💐প্রিয় প্রেমিক তোমায় শুভেচ্ছা রইলো জন্মদিনের🎂🎂

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

ছায়ার মতো থাকবো আমি তোমার পাশে,
হাওয়ার মতো থাকবো আমি তোমার শ্বাস প্রশ্বাসে,
থাকতে চাই তোমার হৃদয়ে তোমার রক্তের মিশে,
বয়ে যাবো তোমার শরীরে তোমার রক্তের স্রোতে!!
💐তোমার শুভ জন্মদিনের খুব শুভকামনা🎂🎂

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

বয়স ক্যালকুলেটর : বয়স ও জন্মদিন ক্যালকুলেট করুন


মনের অমিল হয় অন্য মনের কাছে,
ভাবনা অমিল হয় অন্য জনের কাছে,
কিন্তূ তোর সাথে সবকিছু মিলে যায়,
কারণ আমার মনটাই রেখেছি তোর কাছে!!
🎂🎂হ্যাপি বার্থডে বান্ধবী💐


মাসের পর মাস যাওয়ার পরে আসে এই দিন,
মেটাতে পারবোনা তোমার দেওয়া ঋণ,
আজকের সুন্দর দিনে শুভেচ্ছা জানাই,
বান্ধবী তোমায় শুভ জন্মদিন!!
💐Happy Birthday Dear🎂🎂


তুমি ছিলে তাই আমার সময় কেটে যায়,
তুমি ছিলে তাই চলার পথের সব বাধা সরে যায় ,
হতে পারে আমাদের সারাক্ষন পাশে থাকতে পারি না,
কিন্তু তোমার সাথে অনেক সময় কাটাতে মন চায় !!
☆Happy Birthday My Dear Girlfriends*☆


জন্মদিন ক্যালকুলেটর : জন্মদিন ক্যালকুলেট করুন


পেলাম আমি তোকে হাজারও ভিড়ের মাঝে,
প্রতিদিন তোর সাথে কাটাই সময় সকাল সাঁঝে,
তোকে হারানো সম্ভব নয় ,
সারাজীবন থাকবো আমি তোরই মাঝে!!
💐হ্যাপি বার্থডে প্রিয় বান্ধবী💐


তুমি ছিলে তাই আমার সময় কেটে যায়,
তুমি ছিলে তাই চলার পথের সব বাধা সরে যায়,
হতে পারে সারাক্ষন একসঙ্গে থাকতে পারি না,
কিন্তু তোমার সাথে অনেক সময় কাটাতে আমার মন চায়!!
💐☆*শুভ জন্মদিন বান্ধবী*☆💐


পৃথিবীতে কিছু জিনিস কেনা যায়না দাম দিয়েও,
তার মধ্যে একটি হলো বান্ধবী তুমিও,
আমাকে হাসি খুশি রাখার, পথ চলার সমস্ত দায়িত্ত্ব নাও তুমি,
তাই তো ভেবে নিয়েছি তোমায় অনুসরণ করবো আমিও!!
꧁💐শুভ জন্মদিনের খুব শুভেচ্ছা💐


ছায়ার মতো থাকবো তোমার পাশে,
হাওয়ার মতো থাকবো আমি তোমার শ্বাস প্রশ্বাসে,
তুমি চাইলে হবে আমার ইচ্ছে পূরণ,
জীবনে খুশি থাকার তুমিই শুধু কারণ!!
💐*Shubho Jonmodin Bandhobi☆💐


সময়ের স্রোতের মাঝে হারিয়ে যাওয়া স্বপ্ন গুলো,
যদি ফিরে পাই তোমার দেখা ফিরিয়ে দেবো তোমার হাতে,
মনের মাঝে জমা জলে ভাসিয়ে দেবো নৌকা গুলো ,
সাগর ঢেউয়ে ভেসে যাবে নৌকাগুলো আমার নাতে!!
💐☆*বান্ধবী তোমায় শুভ জন্মদিনের শুভেচ্ছা*☆💐


হটাৎ করে দিনের মাঝে চাঁদটি এসে উকি মারে,
খোঁজে তুমি আছো কেমন,
যদি হয় মন খারাপ ভরিয়ে দেবে রাতে আলো,
আমি খুশি থাকবো তুমি আমায় রাখবে যেমন!!
꧁🎂🎂 শুভ জন্মদিন🎂🎂


ঈশ্বর আমাদের দুজনকে মিলিয়েছে,
সময়ে অসময়ে পাশে থাকতে,
সময়ের স্রোতে হারিয়ে যাওয়া থেকে,
 একে অপরকে লক্ষ্য রাখতে!!
💐হ্যাপি বার্থডে🎂🎂


সমস্যায় পড়তে সবার আগে যার সাহারা আমি পাই,
সে তুমি বান্ধবী,
এগিয়ে যাওয়ার জন্য যে আমাকে সাহস দেয়,
সে আমার বান্ধবী!!
যার সাথে মনের সব কথা খুলে বলতে পারি
সে তুমি
যার জন্মদিনে আমি সব থেকে বেশি খুশি হই
সে শুধুই তুমি আমার প্রিয় বান্ধবী
💐Shuvo jonmodin🎂🎂


সীমিহীন আনন্দতে ভোরে উঠুক আজকের দিন,
বান্ধবী আমায় সারাজীবন মনে রেখো,
জন্মদিনে তোমায় উইশ্ করছি,
সারাজীবন খুব ভালো থেকো!!
🎂🎂💐jonmodiner shuvechha🎂


বয়স ক্যালকুলেটর : বয়স ও জন্মদিন ক্যালকুলেট করুন



শুভ দিনের খুশীর ঝলক দেখছি তোমার মনে, 
আমারও খুশীর বাঁধ ভেঙেছে তোমার জন্মদিনে!!
꧁༺শু ন্মদিন༻꧂


আমার সব খুশি তুমিই শুধু,
খুশি আছি শুধু তোমায় দেখে,
অন্ধকারেও এতো উজ্জ্বল তুমি,
চাঁদও আলো চায় তোমার থেকে!!
☆*Subho Jonmondin*☆

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা

আমার জন্য আজ সবথেকে খুশির দিন,
যা কাটানো যায়না তুমি বিন,
প্রার্থনা করি তুমি খুব ভালো থেকো,
আমাকেও তুমি খুশি রেখো!!
༺শ҉ু҉ভ҉ ҉জ҉ন҉্҉ম҉দিন҉

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা

যখন আমি হতাশ হয়ে যাই,
তখন যার হাতটি আমি পাই,
সে তুমি।
যার কাঁধে মাথা রেখে শান্তি আমি পাই,
যার সাথে আমি সবসময় থাকতে চাই,
সে তুমি।
যার কথা সারাদিন আমার কানে বাজে,
সে শুধু তুমি!!
Happy Birthday

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা

জন্মদিন ক্যালকুলেটর : জন্মদিন ক্যালকুলেট করুন


তোমার পছন্দ আমার দরকার হয়ে যায়,
তোমার খুশি আমার হৃদয়কে শান্তি দিয়ে যায়,
ঈশ্বর তোমাকে এতো খুশি দিক,
তোমার খুশি দেখা আমার যেন অভ্যাস হয়ে যায়!!
꧁☆*y҉ ҉r҉t҉h҉d҉a҉y҉*

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা

বলার আছে অনেক কিছু, 
কিন্তূ শব্দ যেনো হারিয়ে যায় তোমায় শুধু দেখে,
আমার অনুভূতি তোমাকে বলতে চায়,
সারাজীবন শুধু আমার পাশে থেকো!!
💐𝓗𝓐𝓟𝓟𝓨 𝓑𝓘𝓡𝓣𝓗𝓓𝓐𝓨 𝓼𝔀𝓮𝓮𝓽𝓱𝓮𝓪𝓻𝓽

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা

যখন তুমি আমার জীবনে এলে,
আমার জীবনকে অনেক বদলে দিলে,
এই দিনটি আমার জীবনে স্মরণীয় থাকবে চিরদিন,
কারণ আজকে তোমার শুভ জন্মদিন।!!
💐🅆🄸🅂🄷 🅈🄾🅄 🅰 🅅🄴🅁🅈 🄷🄰🄿🄿🅈 🄱🄸🅁🅃🄷🄳🄰🅈🌹

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা

সব সময় দূরে থেকো দুঃখের ছায়া থেকে,
কখনও যেনো একাকীত্ব না আসে তোমার জীবনে,
আমার মনের গভীর ভালোবাসা রইলো তোমার সাথে,
এই প্রার্থনা করছি আমি তোমার শুভ জন্মদিনে!!
💐🅆🄸🅂🄷 🅈🄾🅄 🄰 🅅🄴🅁🅈 🄷🄰🄿🄿🅈 🄱🄸🅁🅃🄷🄳🄰🅈🌹

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা

আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি তোকে,
মরতে আমি ভয় পাইনা শুধু হারাতে চাইনা তোকে,
চাইলে আমাকে গ্রহণ করো হয়ে যেওনা পিছু,
এই জীবনে তোমার ভালোবাসা ছাড়া চাইনা আর কিছু!!
꧁🆆🅸🆂🅷  🆈🅾🆄 🆅🅴🆁🆈 🅷🅰🅿🅿🆈  🅱🅸🆁🆃🅷🅳🅰🆈꧂

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা

আমি তোমার হৃদয়ে থাকি,
তাই সমস্ত কষ্ট সয়ে থাকি,
কেউ শুভেচ্ছা জানিয়ে দেওয়ার আগে,
আমার তরফ থেকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে
💐꧁✨হ্যাপি বার্থডে অ্যাডভান্স🌹

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা

হাসি খুশিতে জীবন তোমার ভরে উঠুক সাজে,
এই প্রার্থনা রইলো আমার ঈশ্বরের কাছে,
ফুলে সাজানো পথের বাইরে স্পর্শ যেনো না লাগে।
💐꧁✨Subho Jonmodin Jaan🌹

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা

আজ আমি তোমায় কিছু বলতে চাই,
প্রচুর খুশি তোমায় দিতে চাই,
আজকের দিনটি সুন্দর করে,
তোমার সঙ্গে সারাজীবন কাটাতে চাই!!
★彡শুভ জন্মদিন মা ভালোবাসা彡★

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা

দূরত্ব প্রচুর, কিন্তূ একটি কথা শোনো,
কাছে থেকেও কেউ মনের মানুষ হয়না!! 
তুমি আমার মনের এত কাছে,
আমি দূরত্বই বুঝতেই পারিনা!!
꧁༒Wish you a very very Happy Birthday to Jaan༒꧂

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা

দুরে আছি তো কি হয়েছে আজকের দিনতো আছে আমার মনে,
তুমি কাছে না থাকলেও আছো আমার হৃদয়ের কোণে,
তুমি কি ভাবলে আমি ভুলে গেছি,
দেখো তোমার জন্মদিনে হাজির হয়ে গেছি!!
꧁༒WISH YOU MANY RETURNS OF THE DAY HAPPY BIRTHDAY༒꧂

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা

দুঃখকে  মিলিয়ে দেওয়ার জন্য সাথ দিয়েছিলে, 
তুমি আমার দুঃখ ভাগ করে নেওয়ার জন্য সাথ দিয়েছিলে!!
দোষ তোমাকে কি আর দেবো,
তুমিই তো ওই জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য সাথ দিয়েছিলে!!
꧁༒শুভ জন্মদিনের শুভেচ্ছা༒꧂


হাসতে থাকো কোটির মাঝে, 
প্রস্ফুটিত হতে থাকো লাখের মাঝে!!
উজ্জ্বল হয়ে থাকো হাজারের মাঝে,
যেমন সূর্য থাকে আকাশে মাঝে!!
꧁༒শুভ জন্মদিনের শুভেচ্ছা༒꧂


সাফল্যের শিখর ছুঁয়ে ফেলে,
সমস্যাগুলি যেনো স্তব্ধ হয়,
তোমার এই জন্মদিনের,
হার্দিক শুভকামনায়!! 
💐Subho ন্মদিনের Sh̤̊ṳ̊b̤̊h̤̊e̤̊c̤̊h̤̊h̤̊å̤💐


খুশিতে কাটাও প্রতিদিন,
প্রতিরাত আনন্দের হোক,
যেখানে তোমার পা পড়ে,
ওখানে ফুলের বৃষ্টি হোক!!
꧁•⊹٭শুভ জন্মদিন প্রেমিকা٭⊹•꧂


প্রতি মুহূর্তে তোমার ঠোঁটে খুশি যেনো থাকে,
সব দূঃখ যেনো তোমার অজানা থাকে,
যার সাথে তোমার জীবন ধন্য হয়ে ওঠে,
ওই মানুষটি যেনো সবসময় তোমায় আগলে রাখে!!
╰• শুভ জন্মদিন ডার্লিং •╯


তোর বয়স লিখে দেবো চাঁদ তাঁরা দিয়ে,
তোর জন্মদিন মানবো আমি ফুলের বাহারে,
সমস্ত সৌন্দর্য নিয়ে আসবো এই দুনিয়া থেকে,
সাজনা এমন লাগবে তোকে প্রতিটি সুন্দর চেহারার থেকে!!

`✵•.¸,✵°✵.。.✰ প্রেমিকা তোমায় শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই , খুশি থেকো ভালো থেকো ✰.。.✵°✵,¸.•✵´


আকাশের উচুঁতে নাম আছে তোমার,
চাঁদের পৃথিবীতে স্থান আছে তোমার,
আমি তো থাকি ছোটো দুনিয়াতে,
কিন্তূ ঈশ্বর করুক সারা দুনিয়া হোক তোমার!!
¨˜ˆ”°⍣~•✡⊹٭„¸ শুভ জন্মদিন আমার প্রিয়া ¸„٭⊹✡•~⍣°”ˆ˜¨


ফুলের মতো গন্ধ ছড়াক জীবনে তোমার,
খুশি চুমে তোমার চলার পথে প্রচুর প্রচুর ভালোবাসা ও আশীর্বাদ আমার!!
H҉A҉P҉P҉Y҉🎂 ҉B҉I҉R҉T҉H҉D҉A҉Y҉


প্রতি রাস্তা সহজ হোক,
প্রতি রাস্তায় খুশির হোক,
প্রতি দিন সুন্দর হোক,
এরকমই সারাজীবন হোক,
এটাই আমার প্রতিদিনের প্রার্থনা,
এরকমই তোমার প্রতি জন্মদিন হোক!!
💐𝓗𝓐𝓟𝓟𝓨 𝓑𝓘𝓡𝓣𝓗𝓓𝓐𝓨💐


আমার এই মনের কনে,
রেখেছি তোমার ছবি,
আজকের তোমার জন্ম দিনে,
না হয় হলাম তোমার প্রেমের কবি!! 
💐༒প্রেমিকা তোমায় Subho ন্মদিনের Sh̤̊ṳ̊b̤̊h̤̊e̤̊c̤̊h̤̊h̤̊å̤💐


চলতে গেলে হটাত যদি পথে হয় দেখা,
তুমি মিষ্টি হাসি হেসে এগিয়ে গেলেও পেছনে ফিরে দেখবে আমি একা,
দৌড়ে এসে হাতটি ধরে চলবো এক সাথে,
চলবো আমি তোমার সাথে তোমার দেখানো পথে!! 
💐শুভ জন্মদিনের শুভেচ্ছা তোমায় প্রেমিকা💐


বয়স ক্যালকুলেটর : বয়স ও জন্মদিন ক্যালকুলেট করুন


এই শুভেচ্ছা বার্তাগুলি এসএমএস , হোয়াটসঅ্যাপ , ফেসবুক ইনস্ট্রাগাম, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, এছাড়াও বিভিন্ন জায়গায় ব্যাবহার করতে পারবেন। Copy (কপি) করুন আর পেস্ট করুন ।

যদি আপনার এই লেখাগুলি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং লেখা সমন্ধে অথবা অন্য কোনো রকমের প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *