জাপানের মুদ্রার নাম কি?

জাপানের মুদ্রার নাম হলো : জাপানি ইয়েন (ইংরেজিতে : Japanese yen)

জাপানি এর প্রতীক : ¥, 円, 圓

এছাড়াও JPY হিসেবে লেখা হয়ে থাকে , যেমন 500JPY অথবা 500¥ ।

বর্তমানে আপনার কাছে যদি 1 টাকা (বাংলদেশের 1 টাকা ) থাকে তাহলে এর পরিবর্তে 1.40 জাপানি ইয়েন ( Japanese yen) পাবেন । অর্থাৎ জাপানের মুদ্রার মান বাংলাদেশের মুদ্রার তুলনায় অনেক কম ।

এবং যদি আপনার কাছে 1 টাকা (ভারতের 1 টাকা ) থাকে তাহলে এর পরিবর্তে 1.68 জাপানি ইয়েন ( Japanese yen) পাবেন । অর্থাৎ জাপানের মুদ্রার মান ভারতের মুদ্রার তুলনায় আরও অনেক কম ।

যদিও আমাদের বুঝতে হবে জাপানে কর্মরত একজন ব্যক্তির আবাসন, পরিবহন এবং অন্যান্য সুবিধা সহ গড় মাসিক বেতন সাধারণত প্রতি মাসে প্রায় 515,000 জাপানি ইয়েন আয় করেন । বেতন 130,000 জাপানি ইয়েন (সর্বনিম্ন গড়) থেকে 2,300,000 জাপানি ইয়েন (সর্বোচ্চ গড়, প্রকৃত সর্বোচ্চ বেতন বেশি)।

অর্থাৎ জাপানের মুদ্রার মূল্য কম হলেও ওখানের মানুষের আয় বাংলাদেশের মানুষের তুলনায় অনেক বেশি হয় ।

জাপানে বসবাস সস্তা নাকি প্রচুর খরচের?

জাপানে বসবাস করা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসের তুলনায় প্রায় তিনগুণ ব্যয়বহুল । প্রধান শহরগুলিতে জীবনযাত্রার খরচ গ্রামীণ দিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। বসবাসের জন্য সবচেয়ে ব্যয়বহুল দেশের শীর্ষ দশে রয়েছে জাপান।

যেমন : জল (1.5 লিটার বোতল) 124.60¥ ।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *