জার্মানির রাজধানীর নাম কি?

জার্মানির রাজধানী হল – বার্লিন (Berlin) । বার্লিন এলাকা এবং জনসংখ্যা উভয় দিক থেকেই জার্মানির রাজধানী এবং বৃহত্তম শহর।

বার্লিনের জনসংখ্যা কত?

বার্লিনের জনসংখ্যা হল 37 লাখ । যা এটিকে এটিকে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল শহর করে তোলে।

বার্লিনের আয়তন কত?

বার্লিনের আয়তন হল – 891.8 বর্গকিলোমিটার ।
শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *