জিও মোবাইলে পাবজি গেম ডাউনলোড

জিও মোবাইলে PUBG গেম ডাউনলোড

আমরা অনেকেই জিও ফোন ব্যবহার করে থাকি , মাঝে মাঝে আমাদের মনে হয় যদি জিও ফোনে যদি পাবজি গেমটি (PUBG Game) খেলা যেত তাহলে খুবই সুন্দর হতো। অনেকসময় দামি স্ক্রিন টাচ (screen touch) ফোন থাকে না তাই জিও ফোন ব্যবহার করে থাকি। জিও ফোনের মধ্যে প্রায় সমস্ত রকমের ফিচারস (Features) আছে যা একটি স্মার্টফোনের (Smartphone) মধ্যে থাকে। তাই আমাদের জানার প্রয়োজন হয়ে পরে সত্যিই কি জিও ফোন পাবজি খেলা সম্ভব? এটি জানতে সম্পূর্ণ পোস্টি পড়ুন।

জিও ফোনে পাবজি গেম ডাউনলোড করা সম্ভব কি?

অবশ্যই জিও ফোনে পাবজি গেমটি ডাউনলোড করতে পারবেন।

ওই ফোনের মধ্যে এন্ড্রোয়েড (Android) ফোনের মতো প্লেস্টোর (Playstore) থাকে না পরিবর্তে জিও APPS নামের একটি apps থাকে , ওই app এর মধ্যে অনেক app ইনস্টল (Install) করার সুবিধা পাবেন , কিন্তু পাবজি গেমটি JIO APPs এর মধ্যে পাওয়া যায়না তাই ডাউনলোড (download) করতে পারবেন না ওখান থাকে।

কিন্তু আপনি ব্রাউজার (Browser) এ গিয়ে সার্চ () করলে PUBG Game এর APK ফাইল ডাউনলোড করতে পারবেন।

সাধারণত JIO ফোনে 512MB RAM থাকে এবং 4GB Storage থাকে। তাই সহজেই গুগল থেকে ব্রাউজারের মাধ্যমে PUBG গেম এর ফাইল করতে পারবেন।

জিও ফোনে PUBG গেম খেলা সম্ভব কি?

উত্তর হলো : না

আপনি জিও ফোনে PUBG গেম খেলতে পারবেন না।

PUBG খেলতে না পারার কারণগুলি :

  1. PUBG গেমটি এন্ড্রয়েড (Android) ও IOS ফোনের জন্য বানানো হয়েছে কিন্তু জিও ফোনটি এন্ড্রোইড অথবা IOS নয়। জিও ফোনের অপারেটিং সিস্টেমটি হলো KIOS তাই ডাউনলোড করতে পারলেও ইনস্টল করতে পারবেন না।
  2. আরো একটি কারণ হলো, কম করে 3GB RAM এর প্রয়োজন এই গেমটি খেলার জন্য, কিন্তু JIO phone এ মাত্র 512 MB RAM যা গেম খেলার জন্য যথেষ্ট নয়।
  3. ভালো প্রসেসরের প্রয়োজন হয় এই গেমটি খেলতে গেলে , আর আমরা সবাই জানি JIO ফোনের প্রসেসর কেমন, এমনিতেই বেশি কিছু করতে গেলে ফোন হ্যাং হয়ে যায়। তাই সম্ভব নয় ওতো বড়ো গ্রাফিক্স এর গেম খেলা ওই ছোট্ট ফোনে সম্ভব নয়।
  4. আরো একটি কারণ হলো, PUBG খেলার জন্য স্ক্রিন টাচ ফোনের প্রয়োজন, কিন্তু এটি একটি keypad ফোন যার ফলে খেলতে পারবেন না।

অনেকে JIO Phone এ PUBG খেলার ভিডিও আপলোড করেছে কিভাবে?

আপনি হয়তো ইউটুবে (Youtube) অনেক ভিডিও দেখেছেন যে , অনেক ভিডিওতে অনেককেই জিও ফোনে PUBG গেম খেলছেন। ওই ভিডিওগুলি সম্পূর্ণভাবে edit করে বানানো হয়েছে।

তাই ওই ভিডিওগুলি দেখে নিজের সময় নষ্ট করা ঠিক বলে আমার মনে হয়না। কারণ যা সম্ভব নয় তা ওই ভিডিও তে সম্ভব করে দেখাচ্ছে।

একবার ভেবে দেখুন যে গেমটি খেলতে গেলে খুবই ভালো মানের প্রসেসর ও RAM এর দরকার। ওই গেমটি একটি 512 MB RAM এর ফোনে চলবে কিভাবে? সম্ভব নয়।


বন্ধুরা আশাকরি সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পেরেছি , যদি কোনোরকমের কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *