SI পদ্ধতিতে কার্য অথবা শক্তির একক হলো জুল।
Contents
show
জুলের সংজ্ঞা
কোনো বস্তুকে 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখে ঐ বস্তুর 1 মিটার সরণ ঘটে তাহলে যে পরিমান কার্য হয়েছে তাকে 1 জুল বলা হয়।
জুলের সূত্র কি?
১ জুল কার্য সমান =বস্তুর ওপর প্রযুক্ত ১ নিউটন বল x ওই বস্তুর ১ মিটার সরণ।
1 joule of work = 1 N of force x 1 m of distance ১ জুল সমান = ১ ওয়াট সেকেন্ড।