ট্রেডিং ও ডিমেট একাউন্ট কি ?

যদি আপনি শেয়ার বাজারে নতুন অথবা শেয়ার মার্কেটে ট্রেডিং অথবা ইনভেস্টিং করতে চাইছেন তাহলে আপনার অবশ্যই জানার দরকার ট্রেডিং ও ডিমেট একাউন্ট কি ? তাহলে আসুন জেনে নেই খুব সহজে সংক্ষেপে।

ট্রেডিং ও ডিমেট একাউন্ট কি ? (What is Trading and Demat Account ?)

শেয়ার মার্কেটে ট্রেডিং অথবা ইনভেস্টিং করার জন্য একাউন্ট খুলতে গেলে স্টক ব্রোকার অথবা ব্যাঙ্ক আপনাকে দুটো একাউন্ট খুলিয়ে দেবে:-

  1. একটি হলো ট্রেডিং একাউন্ট।
  2. অপরটি হলো ডিমেট একাউন্ট

ট্রেডিং একাউন্ট এর মাধ্যমে আপনি ওই স্টক ব্রোকার এর প্ল্যাটফর্মে ট্রেড করতে পারবেন অর্থাৎ শেয়ার কেনা বেচা করতে পারবেন কিন্তু যদি আপনার মনে হয় শেয়ার কিনে রেখে দেবেন এবং ঐদিন বিক্রি না করে পরে কোনোদিন বিক্রি করবেন ভেবে থাকেন তাহলে ওই শেয়ারকে স্টোর করে রাখার জন্য ডিমেট একাউন্ট এর প্রয়োজন।

অর্থাৎ শেয়ার কেনা বেচার জন্য ট্রেডিং একাউন্ট এর প্রয়োজন এবং ওই শেয়ার হোল্ড করে রাখার জন্য ডিমেট একাউন্ট এর প্রয়োজন।

এই দুটি একাউন্ট একসঙ্গে খুলে দেওয়া হয়, যখনি শেয়ার মার্কেটে ট্রেডিং অথবা ইনভেস্টিং করার জন্য ব্যাঙ্ক অথবা স্টক ব্রোকারের কাছে যান।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *