ডায়োড কি?

ডায়োড হলো একটি সেমিকন্ডাক্টর ডিভাইস এটি বিদ্যুতের প্রবাহকে একই দিকে যেতে অনুমতি দেয় এবং উল্টোদিকের প্রবাহকে বাধা দেয়।

উদাহরণ :

একটি diode এর দুটি প্রান্ত থাকে (ওপরের ছবিতে ডায়োড এবং ডায়াগ্রাম দেওয়া হলো). ডায়োডের মধ্যে দিয়ে যখন কারেন্ট এর প্রবাহ করা হয় তখন ডায়োড ওই প্রবাহ যদি anode এর দিক থেকে আসে তাহলেই যেতে দেবে। নাহলে ওই প্রবাহকে আটকে দেবে।

এভাবেই ডায়োড কাজ করে। একপ্রকারের একমুখী সুইচের মতো। একই দিকের প্রবাহকে যেতে দেয় এবং অন্যদিকের প্রবাহকে যেতে দেয়না।


ডায়োড রেক্টিফায়ার (rectifiers) নামেও পরিচিত কারণ এটি অল্টারনেটিং কারেন্ট (AC) কে ডাইরেক্ট কারেন্ট (DC) কে কনভার্ট করে।

অর্থাৎ আমরা যেসব মোবাইল চার্জার অথবা ল্যাপটপ চার্জার অথবা যেকোনো প্রকার চার্জার ব্যবহার করে থাকি ব্যাটারিকে চার্জ করার জন্য অল্টারনেটিং কারেন্ট থেকে ওই চার্জারএর মধ্যে ডায়োড এর ব্যবহার করা হয়ে থাকে যার মাধ্যমে AC কে কনভার্ট করে DC তে এবং ব্যাটারিকে চার্জ করার জন্য ডিসি সাপ্লাই প্রদান করে।

এছাড়াও বর্তমানে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস এর মধ্যেও ডায়োড ব্যবহার করা হয়ে থাকে।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *