ডেটা কমিউনিকেশন এর মানে হলো ডেটা আদান প্রদান করা প্রেরক (Sender) ও গ্রাহক(receiver) এর মধ্যে তার অথবা অন্য কোনো ট্রান্সমিশন মিডিয়া এর মাধ্যমে।। ডেটা কমিউনিকেশন বলতে কোনো স্থানীয় ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান করার কথাই বলা হয়েছে।
যেমন কোনো একটি বিল্ডিং এর মধ্যে অথবা কোনো একটি নির্দিষ্ট জায়গার মধ্যে।