সাধারণত আগেকার দিনের মানুষের আকাশে রাতের বেলায় যা কিছুই দেখতে পেতেন (যা মিটমিট করে) তাকে তারা বলতো।
বর্তমানে আমরা পড়াশুনো করে জানতে পেরেছি নক্ষত্রের নিজস্ব আলো আছে।
তাই আকাশে যা কিছু মিটমিট করে জ্বলে সেগুলি নক্ষত্র হতে হতে পারেনা।
কারণ অনেক গ্রহ আছে যেগুলি নক্ষত্রের মতো মিটমিট করে জ্বলে।
যেমন শুকতারা , এটি আসলে একটি গ্রহ। আমরা তারা বলে থাকি। কিন্তূ এটি নক্ষত্র নয়।
সূর্য একটি নক্ষত্র কিন্তূ আমরা তারা বলিনা। কারণ এটি মিটমিট করেনা।
আসলে তারা এটি আমাদের পূর্বপুরুষরা রাতের আকাশে যা কিছু মিটমিট করে জ্বলত ওটাকেই তারা বলতো।