- কোনো বস্তুর বেগ যদি ক্রমশ বাড়তে থাকে, তখন সময়ের সাথে ওই বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে।
- কোনো বস্তুর বেগ যদি ক্রমশ বাড়তে থাকে, একক সময়ে বেগের বৃদ্ধিকেই ত্বরণ বলা হয়।
- সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়।
Contents
show
ত্বরণের সূত্র
কোন গতিশীল বস্তুর প্রারম্ভিক বেগ যদি u হয় এবং t সময় পরে ওই বস্তূর চূড়ান্ত বেগ যদি v হয়, তাহলে ওই বস্তুর ত্বরণ(f) = বস্তুর অন্তিম বেগ(v) - বস্তুর প্রাথমিক বেগ(u)/ অতিক্রান্ত সময় (t)। অর্থাৎ বস্তুর ত্বরণ, f=(v-u)/t


ত্বরণের একক কি?
- C.G.S পদ্ধতিতে ত্বরণের একক – সেন্টিমিটার প্রতি বর্গ সেকেন্ড (cm/s2)
- S.I পদ্ধতিতে ত্বরণের একক – মিটার প্রতি বর্গ সেকেন্ড (m/s2)
- FPS পদ্ধতিতে ত্বরণের একক – ফুট/ সেকেন্ড2
- এম কে এস (MKS) পদ্ধতিতে ত্বরণের একক মিটার/সেকেন্ড2
ত্বরণের মাত্রা
ত্বরণের মাত্রা [LT-2]
ত্বরণের রাশি কি?
ত্বরণের মান এবং অভিমুখ দুই আছে তাই ত্বরণ একটি ভেক্টর রাশি।
ত্বরণ এবং বেগের মধ্যে পার্থক্য কি?
বেগ | ত্বরণ |
---|---|
বেগ একটি নির্দিষ্ট দিকে একটি বস্তুর গতি হিসাবে সংজ্ঞায়িত করা হয়। | সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগের পরিবর্তন হিসেবে ত্বরণকে সংজ্ঞায়িত করা হয়। |
স্থানচ্যুতি/সময় | বেগ/সময় |
একক হলো ms -1 | একক হলো ms -2 |
তাৎক্ষণিক ত্বরণ কাকে বলে ?
তাৎক্ষণিক ত্বরণ: কোনো মুহূর্তকে ঘিরে অতি অল্প সময় ব্যবধান সময়ের সাপেক্ষে বস্তুর বেগের পরিবর্তনের হার।
মহাকর্ষীয় ত্বরণ কি?
মহাকর্ষীয় ত্বরণ মহাকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা নির্দেশ করার জন্য ব্যবহৃত হয়।
এটিকে m/s2 হিসাবে প্রকাশ করা হয় এবং পৃথিবীর পৃষ্ঠে এর মান হল 9.8 m/s2।
অসম ত্বরণ কাকে বলে ?
অসম ত্বরণ: যদি কোনো বস্তুর গতিকালে তার ত্বরণের মান বা দিক বা উভয়ই পরিবর্তিত হয়।
সমত্বরণ কাকে বলে ?
সমত্বরণ: কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে।
সুষম ত্বরণ কাকে বলে ?
সুষম ত্বরণ: কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ঠ দিকে সবসময় একই হারে বাড়তে থাকে ।
অসম ত্বরণ কাকে বলে ?
অসম ত্বরণ: যদি কোনো বস্তুর গতিকালে তার ত্বরণের মান বা দিক বা উভয়ই পরিবর্তিত হয়।