অনেকেই প্রশ্ন করে থাকেন:
- দুবাই কি কোনো দেশের নাম? উত্তর : না , দুবাই কোনো দেশের নাম নয়।
- নাকি কোনো দেশের রাজধানী? উত্তর : না । কোনো দেশের রাজধানীও নয় ।
সংযুক্ত আরব আমিরাত হলো একটি দেশ যা আমরা UAE নামেও পরিচিত । UAE এর পুরো নাম হলো : united Arab emirates. সংযুক্ত আরব আমিরাত (UAE) গঠিত হয়েছে সাতটি আমিরাতের সমন্বয়ে গঠিত হয়েছে । যা হলো :
- আবুধাবি,
- দুবাই,
- শারজাহ,
- আজমান,
- উম্মুল কোয়াইন,
- ফুজিয়ারা ও
- রাস আল খাইমা।

অর্থাৎ, UAE আমিরাত’ নিয়ে গঠিত যা রাজ্যের মতো। দুবাই হল সেই ৭টি রাজ্যের মধ্যে ১টি।
সংযুক্ত আরব আমিরাতের(UAE) রাজধানীর হলো – আবুধাবি ।
Contents
show
দুবাই এর জনসংখ্যা কত?
4,177,059 যা সমস্ত UAE জনসংখ্যার 40 শতাংশ মানুষ দুবাইতে বাস করেন ।
দুবাই এর ক্ষেত্রফল কত?
3,885 বর্গ কিলোমিটার। যা সমস্ত UAE এর জায়গার মাত্র 5 শতাংশ।