- একটি বস্তুর বা কণার অবস্থানের পরিবর্তন হলে, তার প্রাথমিক ও অন্তিম অবস্থানের মাঝে অতিক্রান্ত পথের মোট প্রকৃত দৈর্ঘ্যকে ওই বস্তু বা কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব বলে।
- কোনাে সচল বস্তুর বা কণা যে পথে চলে সেই পথের মোট প্রকৃত দৈর্ঘ্যকে দূরত্ব বলে।
- দূরত্ব হল দিক নির্বিশেষে একটি বস্তুর মোট গতিবিধি। একটি বস্তুর শুরু বা শেষ বিন্দু থাকা সত্ত্বেও কতটা ভূমি ঢেকে রেখেছে তা আমরা দূরত্ব নির্ধারণ করতে পারি।
Contents
show
উদাহরণ
এখানে একজন বালক A স্থান থেকে ৪ মিটার পর্যন্ত গিয়ে B স্থানে ঘরে পৌঁছলো এবং B স্থান থেকে ৩ মিটার এগিয়ে C স্থানে পৌঁছোয়। এরপরে C স্থান থেকে ৫ মিটার এগিয়ে পুনরায় A স্থানে পৌঁছলেন।
এখানে দূরত্ব হবে = ৪ মিটার + ৩ মিটার + ৫ মিটার = ১২ মিটার ।
কিন্তু এখানে A স্থান থেকে B স্থান থেকে C স্থান থেকে পুনরায় A স্থানে পৌঁছলেন তাহলে ওই বালকের সরণ শুন্য হবে। কিন্তু দূরত্ব ১২ মিটার হবে।
দুরত্বের রাশি কি?
দূরত্ব এর মান আছে কিন্তু অভিমুখ নেই। তাই দূরত্ব একটি স্কেলার রাশি।
দুরত্বের একক কি?
দুরত্ব এর এস আই একক হলো মিটার (m) এবং দুরত্ব এর সিজিএস একক হলো সেন্টিমিটার (cm)।