বাড়ির পুরনো টিভিতে বর্তমান দিনের অনলাইনে কন্টেন্ট (Online Content) গুলি দেখা যায় না। এরজন্য প্রয়োজন একটি স্মার্ট টিভি।
কিন্তূ যদি আপনি নতুন টিভি কিনতে না চান কিন্তূ অনলাইনে content দেখতে চান আপনার পুরনো টিভিতে । তাহলে এই আর্টিকেল টি আপনার জন্যই লেখা হয়েছে। তাই এই আর্টিকেল টি শেষপর্যন্ত পড়ুন। আপনি জানতে পারবেন কিভাবে আপনার পুরনো টিভিকে স্মার্ট টিভি বানাবেন।
স্মার্ট টিভির সুবিধা গুলি হলো :
- ওয়াইফাই দিয়ে টিভি চালানো সম্ভব।
- ডিস লাইন ছাড়া টিভি দেখা সম্ভব ইন্টারনেটের মাধ্যমে।
- টিভিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
- অথবা cable লাইন ছাড়াও টিভি দেখতে পারবেন।
আমি ৪ টি সহজ উপায় শেয়ার করবো, যার মাধ্যমে সহজেই পুরনো CRT/LCD/LED টিভিকে স্মার্ট টিভি (smart TV) তে পরিণত করতে পারবেন। এই ৪টি উপায়ে টিভিকে স্মার্ট বানানোর জন্য ৪টি ডিভাইসের প্রয়োজন। যা হলো:-
- Chrome Cast
- Android Box
- Amazon fire TV stick
- Apple Box
- Airtel xstream Box
১. Cast
Cast হলো একটি ডিভাইস, এটি সাহায্যে পুরনো টিভিতে অনলাইন কন্টেন্ট (Online content) দেখতে পারবেন।
কোনো ইলেকট্রনিক্স দোকান থেকে অথবা অনলাইনে সহজেই cast পাওয়া যায়।
২. Android Box
android box হলো একটি ডিভাইস এটির মধ্যে RAM ,ROM প্রসেসর , android অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকে।
android box ব্যবহার করে আপনার পুরোনো টিভি কে স্মার্ট android TV বানাতে পারবেন।
এরজন্য আপনার দরকার একটি android box ডিভাইস। বিভিন্ন কোম্পানির android box পাওয়া যায়।
এই ডিভাইস ব্যবহার সহজেই পুরোনো LCD/LED/CRT টিভিতে android এর সমস্ত রকমের কাজ করতে পারবেন।
LCD/LED এবং CRT ডিভাইসকে কিভাবে cable এর সঙ্গে যুক্ত করবেন । এই পদ্ধতিটি ১ নম্বরের Cast ডিভাইস যুক্ত করার সময়ই দেখানো হয়েছে।
৩. Amazon fire TV stick
Amazon fire TV stick (আমাজন ফায়ার টিভি স্টিক) এর মাধ্যমে সহজেই পুরনো টিভি তে অনলাইনে কন্টেন্ট গুলি দেখতে পাবেন। ( যেমন : ইউটিউব, নেটফ্লিক, ইত্যাদি)
আমাজন ফায়ার টিভি স্টিকের মধ্যে alexa এর ফিচার দেওয়া আছে। যার ফলে কথা বলার মাধ্যমে বিভিন্ন জিনিস সার্চ করতে পারবেন।
৪. Apple TV
অ্যাপল টিভি (Apple TV) নামের একটি ডিভাইস পাওয়া যায়। এই ডিভাইসের সাহায্যেও পুরনো টিভিকে স্মার্ট টিভি করতে পারবেন। এটি অ্যাপল কম্পানি বানিয়েছে তাই এর দাম অনেকবেশী অন্যান্য ডিভাইসের তুলনায় কারণ অ্যাপল কোম্পানির প্রোডাক্টের দাম বেশি হয়।
৫. Airtel xstream Box
এটি এয়ারটেল (Airtel) কোম্পানির তৈরি ডিভাইস এটি ব্যবহার করেও CRT অথবা LCD/LED কে স্মার্ট টিভি বানাতে পারবেন।
LCD / LED টিভিকে Cast / Android Box / Amazon fire TV stick / Apple TV / Airtel xstream Box এই ডিভাইসগুলির সঙ্গে যুক্ত করার পদ্ধতি:
এই ডিভাইসগুলিকে LCD/LED টিভির HDMI পোর্টে (Port এ) যুক্ত করা যায়।
এরপর, মোবাইলের Wi-Fi এর সঙ্গে যুক্ত করতে হবে। যুক্ত করার পর, মোবাইলে ভিডিও, ইউটিউব, নেটফ্লিক্স ইত্যাদি এই সমস্তকিছু মোবাইলের মাধ্যমে টিভি তে দেখতে পাবেন ।
এই ডিভাইসগুলির সংঙ্গে পুরোনো CRT টিভি কে যুক্ত করার পদ্ধতি
পুরোনো CRT টিভিকে HDMI পোর্ট থাকে না , শুধুমাত্র অডিও, ভিডিও (Audio, Video) এর পোর্ট থাকে। তাই CRT টিভিতে cast যুক্ত করার জন্য, আলাদা করে HDMI to AV Converter এর প্রয়োজন , এরপর AV to RCA Cable প্রয়োজন।