✅ GIRLFRIEND, প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা SMS , ✔️ WhatsApp , ✅ Facebook , ইনস্ট্রাগ্রামে, WhatsApp status এও ব্যবহার করতে পারেন খুব সহজেই।HAPPY BIRTHDAY WISH IN BENGALI FOR GIRLFRIEND.
শুভ দিনের খুশীর ঝলক দেখছি তোমার মনে,
আমারও খুশীর বাঁধ ভেঙেছে তোমার জন্মদিনে!!
꧁༺শুভ জন্মদিন༻꧂
আমার সব খুশি তুমিই শুধু,
খুশি আছি শুধু তোমায় দেখে,
অন্ধকারেও এতো উজ্জ্বল তুমি,
চাঁদও আলো চায় তোমার থেকে!!
꧁☆*Subho Jonmondin*☆꧂
আমার জন্য আজ সবথেকে খুশির দিন,
যা কাটানো যায়না তুমি বিন,
প্রার্থনা করি তুমি খুব ভালো থেকো,
আমাকেও তুমি খুশি রেখো!!
꧁༺শ҉ু҉ভ҉ ҉জ҉ন҉্҉ম҉দিন҉༻꧂
যখন আমি হতাশ হয়ে যাই,
তখন যার হাতটি আমি পাই,
সে তুমি।
যার কাঁধে মাথা রেখে শান্তি আমি পাই,
যার সাথে আমি সবসময় থাকতে চাই,
সে তুমি।
যার কথা সারাদিন আমার কানে বাজে,
সে শুধু তুমি!!
꧁༺Happy Birthday༻꧂
জন্মদিন ক্যালকুলেটর : জন্মদিন ক্যালকুলেট করুন
তোমার পছন্দ আমার দরকার হয়ে যায়,
তোমার খুশি আমার হৃদয়কে শান্তি দিয়ে যায়,
ঈশ্বর তোমাকে এতো খুশি দিক,
তোমার খুশি দেখা আমার যেন অভ্যাস হয়ে যায়!!
꧁☆*H҉a҉p҉p҉y҉ ҉B҉i҉r҉t҉h҉d҉a҉y҉*☆꧂
বলার আছে অনেক কিছু,
কিন্তূ শব্দ যেনো হারিয়ে যায় তোমায় শুধু দেখে,
আমার অনুভূতি তোমাকে বলতে চায়,
সারাজীবন শুধু আমার পাশে থেকো!!
💐𝓗𝓐𝓟𝓟𝓨 𝓑𝓘𝓡𝓣𝓗𝓓𝓐𝓨 𝓼𝔀𝓮𝓮𝓽𝓱𝓮𝓪𝓻𝓽
যখন তুমি আমার জীবনে এলে,
আমার জীবনকে অনেক বদলে দিলে,
এই দিনটি আমার জীবনে স্মরণীয় থাকবে চিরদিন,
কারণ আজকে তোমার শুভ জন্মদিন।!!
💐🅆🄸🅂🄷 🅈🄾🅄 🅰 🅅🄴🅁🅈 🄷🄰🄿🄿🅈 🄱🄸🅁🅃🄷🄳🄰🅈🌹
সব সময় দূরে থেকো দুঃখের ছায়া থেকে,
কখনও যেনো একাকীত্ব না আসে তোমার জীবনে,
আমার মনের গভীর ভালোবাসা রইলো তোমার সাথে,
এই প্রার্থনা করছি আমি তোমার শুভ জন্মদিনে!!
💐🅆🄸🅂🄷 🅈🄾🅄 🄰 🅅🄴🅁🅈 🄷🄰🄿🄿🅈 🄱🄸🅁🅃🄷🄳🄰🅈🌹
আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি তোকে,
মরতে আমি ভয় পাইনা শুধু হারাতে চাইনা তোকে,
চাইলে আমাকে গ্রহণ করো হয়ে যেওনা পিছু,
এই জীবনে তোমার ভালোবাসা ছাড়া চাইনা আর কিছু!!
꧁🆆🅸🆂🅷 🆈🅾🆄 🆅🅴🆁🆈 🅷🅰🅿🅿🆈 🅱🅸🆁🆃🅷🅳🅰🆈꧂
আমি তোমার হৃদয়ে থাকি,
তাই সমস্ত কষ্ট সয়ে থাকি,
কেউ শুভেচ্ছা জানিয়ে দেওয়ার আগে,
আমার তরফ থেকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে।
💐꧁✨হ্যাপি বার্থডে অ্যাডভান্স✨꧂🌹
হাসি খুশিতে জীবন তোমার ভরে উঠুক সাজে,
এই প্রার্থনা রইলো আমার ঈশ্বরের কাছে,
ফুলে সাজানো পথের বাইরে স্পর্শ যেনো না লাগে।
💐꧁✨Subho Jonmodin Jaan✨꧂🌹
আজ আমি তোমায় কিছু বলতে চাই,
প্রচুর খুশি তোমায় দিতে চাই,
আজকের দিনটি সুন্দর করে,
তোমার সঙ্গে সারাজীবন কাটাতে চাই!!
★彡শুভ জন্মদিন আমার ভালোবাসা彡★
দূরত্ব প্রচুর, কিন্তূ একটি কথা শোনো,
কাছে থেকেও কেউ মনের মানুষ হয়না!!
তুমি আমার মনের এত কাছে,
আমি দূরত্বই বুঝতেই পারিনা!!
꧁༒Wish you a very very Happy Birthday to Jaan༒꧂
দুরে আছি তো কি হয়েছে আজকের দিনতো আছে আমার মনে,
তুমি কাছে না থাকলেও আছো আমার হৃদয়ের কোণে,
তুমি কি ভাবলে আমি ভুলে গেছি,
দেখো তোমার জন্মদিনে হাজির হয়ে গেছি!!
꧁༒WISH YOU MANY RETURNS OF THE DAY HAPPY BIRTHDAY༒꧂
দুঃখকে মিলিয়ে দেওয়ার জন্য সাথ দিয়েছিলে,
তুমি আমার দুঃখ ভাগ করে নেওয়ার জন্য সাথ দিয়েছিলে!!
দোষ তোমাকে কি আর দেবো,
তুমিই তো ওই জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য সাথ দিয়েছিলে!!
꧁༒শুভ জন্মদিনের শুভেচ্ছা༒꧂
হাসতে থাকো কোটির মাঝে,
প্রস্ফুটিত হতে থাকো লাখের মাঝে!!
উজ্জ্বল হয়ে থাকো হাজারের মাঝে,
যেমন সূর্য থাকে আকাশে মাঝে!!
꧁༒শুভ জন্মদিনের শুভেচ্ছা༒꧂
সাফল্যের শিখর ছুঁয়ে ফেলে,
সমস্যাগুলি যেনো স্তব্ধ হয়,
তোমার এই জন্মদিনের,
হার্দিক শুভকামনায়!!
💐༒Subho জন্মদিনের Sh̤̊ṳ̊b̤̊h̤̊e̤̊c̤̊h̤̊h̤̊å̤༒💐
খুশিতে কাটাও প্রতিদিন,
প্রতিরাত আনন্দের হোক,
যেখানে তোমার পা পড়ে,
ওখানে ফুলের বৃষ্টি হোক!!
꧁•⊹٭শুভ জন্মদিন প্রেমিকা٭⊹•꧂
প্রতি মুহূর্তে তোমার ঠোঁটে খুশি যেনো থাকে,
সব দূঃখ যেনো তোমার অজানা থাকে,
যার সাথে তোমার জীবন ধন্য হয়ে ওঠে,
ওই মানুষটি যেনো সবসময় তোমায় আগলে রাখে!!
╰•★★ শুভ জন্মদিন ডার্লিং ★★•╯
তোর বয়স লিখে দেবো চাঁদ তাঁরা দিয়ে,
তোর জন্মদিন মানবো আমি ফুলের বাহারে,
সমস্ত সৌন্দর্য নিয়ে আসবো এই দুনিয়া থেকে,
সাজনা এমন লাগবে তোকে প্রতিটি সুন্দর চেহারার থেকে!!
`✵•.¸,✵°✵.。.✰ প্রেমিকা তোমায় শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই , খুশি থেকো ভালো থেকো ✰.。.✵°✵,¸.•✵´
আকাশের উচুঁতে নাম আছে তোমার,
চাঁদের পৃথিবীতে স্থান আছে তোমার,
আমি তো থাকি ছোটো দুনিয়াতে,
কিন্তূ ঈশ্বর করুক সারা দুনিয়া হোক তোমার!!
¨˜ˆ”°⍣~•✡⊹٭„¸ শুভ জন্মদিন আমার প্রিয়া ¸„٭⊹✡•~⍣°”ˆ˜¨
ফুলের মতো গন্ধ ছড়াক জীবনে তোমার,
খুশি চুমে তোমার চলার পথে প্রচুর প্রচুর ভালোবাসা ও আশীর্বাদ আমার!!
H҉A҉P҉P҉Y҉🎂 ҉B҉I҉R҉T҉H҉D҉A҉Y҉
প্রতি রাস্তা সহজ হোক,
প্রতি রাস্তায় খুশির হোক,
প্রতি দিন সুন্দর হোক,
এরকমই সারাজীবন হোক,
এটাই আমার প্রতিদিনের প্রার্থনা,
এরকমই তোমার প্রতি জন্মদিন হোক!!
💐𝓗𝓐𝓟𝓟𝓨 𝓑𝓘𝓡𝓣𝓗𝓓𝓐𝓨💐
আমার এই মনের কনে,
রেখেছি তোমার ছবি,
আজকের তোমার জন্ম দিনে,
না হয় হলাম তোমার প্রেমের কবি!!
💐༒প্রেমিকা তোমায় Subho জন্মদিনের Sh̤̊ṳ̊b̤̊h̤̊e̤̊c̤̊h̤̊h̤̊å̤༒💐
চলতে গেলে হটাত যদি পথে হয় দেখা,
তুমি মিষ্টি হাসি হেসে এগিয়ে গেলেও পেছনে ফিরে দেখবে আমি একা,
দৌড়ে এসে হাতটি ধরে চলবো এক সাথে,
চলবো আমি তোমার সাথে তোমার দেখানো পথে!!
💐শুভ জন্মদিনের শুভেচ্ছা তোমায় প্রেমিকা💐
বয়স ক্যালকুলেটর : বয়স ও জন্মদিন ক্যালকুলেট করুন
এই শুভেচ্ছা বার্তাগুলি এসএমএস , হোয়াটসঅ্যাপ , ফেসবুক ইনস্ট্রাগাম, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, এছাড়াও বিভিন্ন জায়গায় ব্যাবহার করতে পারবেন। Copy (কপি) করুন আর পেস্ট করুন ।
প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা, গার্লফ্রেন্ড (Girlfriend) কে শেয়ার করতে পারবেন। নিজের পছন্দমত যেটি ভালো লাগবে সেটি কপি করে নিন এবং যদি নাম অথবা নতুন কোনো শব্দ লাগাতে চান তা আরো ভালো হবে।
যদি আপনার এই লেখাগুলি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং লেখা সমন্ধে অথবা অন্য কোনো রকমের প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।