প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা – Birthday wishes for Boyfriend

 নিচের ছন্দগুলি বয়ফ্রেইন্ডকে জন্মদিনের শুভেচ্ছা   জানানোর জন্য অর্থাৎ ✔️ প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা। এছাড়াও ওপরের ছন্দ গুলিকে নিজের মতো পরিবর্তন করেও ব্যবহার করতে পারবেন।

ঈশ্বর খারাপ নজর থেকে বাঁচায় তোমাকে,
চাঁদ তাঁরা দিয়ে সাজায় তোমাকে,
দুখঃ কি তা ভুলে যাও তুমি,
ঈশ্বর এমন হাসাবে তোমাকে!!
☆Happy Birthday My Love*☆

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

আমার একটি শুভ প্রার্থনা হলো,
তোমার সব প্রার্থনা পূরণ হোক,
স্বপ্নের সুন্দর ইচ্ছে গুলো,
ওই সমস্ত স্বপ্ন পূরণ হোক!!
꧁💐Happy Birthday Jaanu💐

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

পায়ে পায়ে চলতে গেলে তোমায় আমার লাগে ,
কারণ তুমি আমায় পথ দেখাও তুমিই থাকো আমার আগে,
তোমায় ছাড়া শূন্য জীবন ছাড়বোনা তোমার হাত,
তোমার জন্যই হৃদয় আমার জাগে সারা রাত!!
💐☆*শুভ জন্মদিন আমার ভালোবাসা*☆💐

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

পূরণ হোক মনের ইচ্ছেগুলো তোমার,
খুশির পৃথিবী মিলে তোমায় ,
তুমি প্রার্থনা করো একটি তাঁরা,
ঈশ্বর বৃষ্টি দেয় আকাশের তারার!!
꧁💐শুভ জন্মদিনের খুব শুভেচ্ছাভালোবাসা💐

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

আমার খালি খালি পায়ে,
তুমি পরিয়ে দেবে নূপুর,
তুমি চাইলে হবে আমার ইচ্ছে পূরণ,
জীবনে খুশি থাকার তুমিই শুধু কারণ!!
💐*শুভ জন্মদিন আমার প্রাণ☆💐

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

জন্মদিন ক্যালকুলেটর : জন্মদিন ক্যালকুলেট করুন


তুমি ছাড়া অন্ধ আমি দেখতে পাইনা কিছু,
তোমায় প্রেমে পড়ার পেছনে আছে অনেক কারণ,
তুমি এতো সুন্দর তাই ,
বাকিদের বলে রেখেছি প্রেমে পড়া বারণ😊!!
💐☆*শুভ জন্মদিন আমার প্রিয়তম*☆💐

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

চলতে চলতে পথে আমি শুধু একা,
ভাবি শুধু পাই যদি তোর দেখা,
হাতটি আমি ধরবো লাগবেনা আর ভয়,
তোকে ছাড়া আমার জীবন কোনোভাবেই সম্ভব নয়।!!
꧁🎂🎂 শুভ জন্মদিন জান🎂🎂

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

জন্মদিন ক্যালকুলেটর : জন্মদিন ক্যালকুলেট করুন


তোমার সাথে ঝগড়া করবো,
করবো রাগা রাগী,
হতেই পারে ঝগড়া রাগ
কিন্তূ পারবোনা হতে তোমায় তাগী!!
🎂🎂প্রিয় তোমায় শুভেচ্ছা জানাই শুভ জন্মদিনের💐

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

রাস্তায় চলতে থাকা আমার এই পথে,
তোমার কথা গুলো মনে গেঁথে,
অন্যমনস্ক হয়ে যাই তোমায় ভেবে,
সারাজীবন হাঁটতে চাই শুধু তোমার সাথে!!
💐হ্যাপি বার্থডে প্রিয়তম🎂🎂

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

তোমার চলার পথে,
আমার পা মেলাতে চাই,
তোমার মনের মাঝে,
আমার হৃদয় রাখতে চাই!!
💐Happy Birthday Dear🎂🎂

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

বৃষ্টি যদি আসে তাহলে পাঠিয়ে দেবো তোমার কাছে,
চাঁদ যদি ওঠে তাহলে পাঠিয়ে দেবো তোমার ঘরে,
শীতে সূর্যের আলো দেব,
গরমে হাওয়ায় গাছের পাতা নড়ে!!
💐Shuvo jonmodin🎂🎂

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

প্রেমিক বাবু প্রেমিক বাবু শুনতে কি পাওনা,
আমার মনের মাঝে একটু সময় কাটিয়ে যাওনা,
অনেক সময় পেরিয়ে গেলো এবার তুমি বলে ফেলো,
জীবনের শেষ পর্যন্ত তোমায় ছাড়তে চাইনা!!
🎂🎂💐jonmodiner shuvechha🎂

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

পাখির ঠোঁটে পাঠিয়ে দেবো আমার লেখা চিঠি,
উড়ে যাওয়া পাখীটারে পাঠিয়েছি আমার আদরে,
আমার মনের পাখিটা তুমি দেখতে পাবে না যে,
কথাগুলি আমার ভেসে যায় বাতাসে রেখেদিও ভালোবাসার চাদরে!!
💐জন্মদিনের শুভেচ্ছা🎂🎂

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

পথে চলতে সাহস হয়েছিলো,
তুমি ছিলে বলে,
মাথার ওপর আকাশের মতো আড়াল,
তুমিই করে ছিলে!!
💐প্রিয় প্রেমিক তোমায় শুভেচ্ছা রইলো জন্মদিনের🎂🎂

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

ছায়ার মতো থাকবো আমি তোমার পাশে,
হাওয়ার মতো থাকবো আমি তোমার শ্বাস প্রশ্বাসে,
থাকতে চাই তোমার হৃদয়ে তোমার রক্তের মিশে,
বয়ে যাবো তোমার শরীরে তোমার রক্তের স্রোতে!!
💐তোমার শুভ জন্মদিনের খুব শুভকামনা🎂🎂

প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা

বয়স ক্যালকুলেটর : বয়স ও জন্মদিন ক্যালকুলেট করুন


প্রেমিকের জন্মদিনের শুভেচ্ছা ✔️(Happy birthday wish to boyfriend in Bengali) জানানোর জন্য এই ছন্দগুলি কপি করে   WhatsApp , Facebook , ইনস্ট্রাগ্রামে , WhatsApp status অথবা SMS করতে পারেন।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *