কোন পরমাণুর নিউক্লিয়াসের ভেতর যে ধণাত্বক আধানযুক্ত ক্ষুদ্র মৌলিক কণিকা দেখা যায় তাকে প্রোটন বলে।
Contents
show
প্রোটনের বৈশিষ্ট্য
- প্রোটন একটি মৌলিক কণিকা।
- এর রয়েছে ইলেকট্রনের সমমানের(১.৬০২১৭৬৪৮৭(৪০)X ১০−১৯কুলম্ব) আধান; পার্থক্য শুধু এটুকুই যে, ইলেকট্রনের আধান ঋণাত্মক আর প্রোটনের আধান ধনাত্মক।
- প্রোটন ধনাত্মক চার্জযুক্ত কণা , ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত এবং নিউট্রনের কোনো চার্জ নেই।
- পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন পাওয়া যায়।
- একটি পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান। এইভাবে একটি পরমাণু বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ প্রকৃতির।
- 1 পারমাণবিক ভর একক (amu) ভর 1.67262 × 10 −27 কিলোগ্রাম। যা একটি ইলেকট্রনের ভরের 1,836 গুণ।
- নিউট্রনের সাথে একসাথে একটি পরমাণুর সমস্ত ভর তৈরি করে।
প্রোটনের প্রতীক
p+
প্রোটনের ভর কত?
একটি প্রোটনের ভর হল 1.6726219 × 10 -27 কিলোগ্রাম
প্রোটনের জনক কে?
আর্নেস্ট রাদারফোর্ড প্রোটনের জনক।
কোন পরীক্ষায় প্রোটন পাওয়া গেছে?
রাদারফোর্ড 1909 সালে তার বিখ্যাত পরীক্ষার সোনার ফয়েলে প্রোটন খুঁজে পেয়েছিলেন।
প্রোটনের ভর কি সবসময় হাইড্রোজেনের ভরের সমান?
একটি প্রোটনের ভর একটি হাইড্রোজেন পরমাণুর প্রায় সমান (হাইড্রোজেনের ভর সামান্য বেশি কারণ এতে একটি ইলেক্ট্রনও রয়েছে)।