জিও ফোনে ফ্রি ফায়ার গেম ডাউনলোড

জিও ফোনে ফ্রি ফায়ার গেম ডাউনলোড জানুন সমস্তকিছু

অনেকেই জিও ফোন ব্যাবহার করে থাকেন, স্মার্ট ফোনের মতো জিও ফোনের মধ্যে প্রায় সমস্তকিছু করা যায় । তাই অনেকের মনে প্রশ্ন আসে JIO Phone এ ফ্রী ফায়ার গেম ডাউনলোড করা সম্ভব কি?

এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন ওই পোস্টটি পড়ে।

JIO Phone এ Free Fire গেম ডাউনলোড করা সম্ভব কি?

জিও ফোনের মধ্যে 512 MB RAM এবং ৪ জিবি স্টোরেজ (4 GB Storage) থাকে। ফ্রী ফায়ার গেমের সাইজ ৬০০ এমবি (600 MB) এর কাছাকাছি। তাই ৪জিবি (4 GB) স্টোরেজের মধ্যে ৬০০ এমবি (600 MB) গেম ডাউনলোড করা সম্ভব

ডাউনলোড করার জন্য জিও ফোনের (Jio phone) ব্রাউজারে (Browser) গিয়ে ফ্রী ফায়ার ডাউনলোড লিখে সার্চ করলে প্রচুর লিংক পাওয়া যায়। ওই লিংক থেকে ডাউনলোড করা সম্ভব।

জিও ফোন ফ্রী ফায়ার খেলা সম্ভব কি?

উত্তর হলো:- না

জিও ফোনে ফ্রি ফায়ার ডাউনলোড করতে পারলেও ইনস্টল করে গেম খেলা সম্ভব না।

জিও ফোন ফ্রী ফায়ার খেলা সম্ভব নয় কেন?

জিও ফোন ফ্রি ফায়ার খেলতে না পারার কারণগুলি অনেক আছে, যা হলো :-

১) অপারেটিং সিস্টেম

ফ্রী ফায়ার গেমটি অ্যান্ড্রয়েড (Android) ও IOS মোবাইলের জন্য বানানো কিন্তূ জিও ফোনের অপারেটিং সিস্টেম সফটওয়্যার হলো KaiOS । যার ফলে গেমটি জিও ফোন চালানো সম্ভব না।

অর্থাৎ ফ্রি ফায়ার গেমটি জিও ফোনে সাপোর্ট করবে না তাই ডাউনলোড করতে পারলেও ইনস্টল করতে পারবেন না।

২) RAM

এই ফোনের RAM ৫১২ MB , মোটামুটি ২ GB এর বেশি RAM এর মোবাইলে ফ্রী ফায়ার খেলা সম্ভব

তাই কোনোভাবেই ফ্রী ফায়ার খেলা সম্ভব নয় জিও ফোনে।

৩) টাচ স্ক্রীন

ফ্রী ফায়ার খেলার জন্য টাচ স্ক্রিনের প্রয়োজন। এটি টাচস্ক্রিন ফোনের জন্যই বানানো হয়েছে। Touch screen এর ফোনে কন্ট্রোল করা যায় কিন্তু jio phone টাচ করার মতো স্ক্রিন নেই। এটি সম্পূর্ণ keypad যার ফলে সম্ভব নয়।

অনেকে কিভাবে জিও ফোনে ফ্রি ফায়ার খেলে?

আশাকরি আপনি হয়তো ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেছেন , ওই ভিডিওগুলোতে জিও ফোন গেম খেলে দেখানো হচ্ছে।

সত্যি কথা হলো, ওই ভিডিও গুলি মিথ্যে, ওই ভিডিও গুলি এডিটিংয়ের মাধ্যমে বানানো হয়েছে। তাই ওই ভিডিও দেখে নিজের সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়।

একবার ভেবে দেখুন যে গেমটি খেলতে গেলে কমকরে ২জিবি ram এর প্রয়োজন হয় , সেই গেম ৫১২ mb ram এর ফোন কিভাবে খেলা হবে।


তাহলে বন্ধুরা আশা করি আপনি আমার উত্তরে সন্তুষ্ট হয়েছেন , যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন , খুব শীঘ্রই উত্তর পেয়ে যাবেন। ধ্যনবাদ। এছাড়াও অন্যান্য অজানা তথ্য গুলি জানতে অন্য লেখাগুলিও পড়তে পারেন।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *