ফ্রি বিদ্যুৎ তৈরী করা যায়না। এই কথাটা সবসময় মাথায় রাখুন।
ফ্রি তে বিদ্যুৎ কিংবা এনার্জি তৈরী করা যায়না , আপনি হয়তো YouTube অথবা ফেসবুকে এরকম ভিডিও দেখে থাকতে পারেন , যা সম্পূর্ণ ভুল।
শুধু তাই নয় সোলার প্যানেল , বায়ুশক্তি , কিংবা জলশক্তির মাধ্যমে যে বিদ্যুৎ তৈরী করা হয়ে থাকে তা বাইরে থেকে কোনো শক্তির প্রয়োগের মাধ্যমেই হয়ে থাকে।
যেমন ধরুন : সোলার প্যানেল থেকে ইলেকট্রিসিটি পাওয়ার জন্য আপনাকে সোলার প্যানেলকে সূর্যের আলোতে রাখতে হবে , অর্থাৎ সূর্যের শক্তির প্রয়োগের ফলেই সোলার থেকে বিদ্যুৎ তৈরী হয়।
এবং অন্ধকারে রেখে দিলে , সোলার প্যানেলে যেহেতু সৌরশক্তি পড়ে না তাই সোলার প্যানেল থেকে বিদ্যুৎ পাওয়া যায়না।
সোলার প্যানেল যেহেতু সিলিকন (একটি অর্ধপরিবাহী) পদার্থ দিয়ে বানানো হয় , তাই সূর্যের আলো পড়লে সিলিকন থেকে ইলেক্ট্রন এর প্রবাহ শুরু হয়ে , যার ফলে বিদ্যুৎ তৈরী হয়।
যেহেতু সূর্যের আলো ফ্রি তে পাওয়া যায় , সৌরশক্তি থেকে ফ্রি বিদ্যুৎ তৈরী হচ্ছে বলা যেতে পারে , কিন্তু বিদ্যুৎ তৈরী করার জন্য শক্তির প্রয়োজন যা সূর্য থেকে পাওয়া যায়।
এছাড়াও জলবিদ্যুৎ কেন্দ্রে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরী করা হয়ে থাকে , এখানেও প্রাকৃতিক শক্তি জলএর শক্তিকে কাজে লাগিয়েই টারবাইন ঘোরানো হয়। ফ্রি তে বিদ্যুৎ তো তৈরী হচ্ছে না কারণ জলশক্তি থেকে বিদ্যুৎ শক্তি তৈরী হচ্ছে , কিন্তু যেহেতু জলশক্তি ফ্রি তে পাই তাই ফ্রি বলতে পারেন।
বায়ুশক্তি থেকেও ফ্রি তে বিদ্যুৎ তৈরী করতে পারি, বাতাস এর মাধ্যমে টারবাইন ঘুরিয়ে , একইভাবে।
এই সবগুলোতেই বাইরে থেকে কোনো শক্তির প্রয়োগের মাধ্যমেই বিদ্যুৎ তৈরি হচ্ছে। যেহেতু ওই শক্তিগুলি আমরা ফ্রীতে পাই তাই কেউ বলতেই পারেন ফ্রি বিদ্যুৎ।