না হবেনা।
উল্টে আরো ভালো হবে।
কারণগুলি হলো:
Contents
show
১ . ব্যাটারি ভালো থাকে
ব্যাটারি ভালো থাকার কারণ হলো, যখন আপনি মোবাইল বন্ধ করে চার্জ করেন তখন মোবাইলের মধ্যে যেহেতু বাকি সমস্ত কাজ বন্ধ আছে তাই মোবাইল গরম হয়না।
শুধু মাত্র চার্জিং এর ফলে সামান্য গরম হয় এবং অতিরিক্ত গরম হয়না।
আর অতিরিক্ত গরম হলে ব্যাটারি এর ক্ষমতা কমে যাবে। ক্ষমতা কমে গেলে বার বার চার্জ দিতে হবে কারণ খুব কম সময়ের মধ্যে ব্যাটারি শেষ হয়ে যাবে।
২. ব্যাটারি তাড়াতাড়ি চার্জ হবে
যেহেতু মোবাইল বন্ধ করা আছে তাই চার্জিং ও কিছুটা তাড়াতাড়ি হবে। যদি মোবাইল চালু থাকে তাহলে মোবাইলের সিগন্যাল সার্চ করার জন্য যে পরিমাণ বিদ্যুৎ লাগবে ওই বিদ্যুৎ চার্জার থেকে ব্যাবহার করবে ।
যার ফলে কয়েক ব্যাটারি কে চার্জ করতে কিছুটা বেশি সময় লেগে যায়। মোবাইল চালু অবস্থায়।
এবং মোবাইল বন্ধ করে চার্জ দিলে কিছুটা তাড়াতাড়ি চার্জ হয়।