বরফ পানিতে ভাসে কেন?

আমরা সাধারনত দেখে থাকি যে বরফ পানিতে ভাসে কিন্তু কিভাবে যেহেতু বরফ পানি থেকেই তৈরি হয় তাহলে কিভাবে পানির উপরে ভাসতে পারে।

পানি ঠান্ডা হয়ে জমাট হয়ে বরফে পরিণত হয় আবার ওই বরফ তাপ পেলে ধীরে ধীরে পানিতে পরিণত হয়।

প্রথমে আপনাকে জানতে হবে কোন বস্তু পানিতে ভাসে কেন আবার ডুবে যায় কেন।

যখন কোন বস্তুর অপসারিত পানির ওজন ঐ বস্তুর ওজনের তুলনায় বেশি হয় তখনই ওই বস্তুটি পানির অপর বেঁচে থাকতে সক্ষম হবে।

সহজ ভাবে বললে কোন বস্তু যদি পানিতে ভেসে থাকে তাহলে ওই বস্তুটি যতটা পরিমাণ পানির জায়গা দখল করে নিয়েছে ওই পরিমাণ পানির ওজন যদি ওই বস্তুটির ওজনের থেকে বেশি হয় তাহলেই হয়ে বস্তুটি পানিতে ভেসে থাকতে সক্ষম।

আর যদি ওই বস্তুটির ওজন বেশি হয় অপসারণ করা পানির ওজনের তুলনায় তাহলে বস্তুটি ডুবে যাবে।

আমরা সবাই জানি বরফের ঘনত্ব পানির তুলনায় কম হয়।

এবং আমরা এটাও শুনেছি যে এক গ্লাস ভর্তি পানি কে যদি ঠান্ডা করে বরফে পরিণত করা হয় তাহলে ওই বরফের আয়তন বেড়ে গিয়ে গ্লাসভর্তি হয়েও কিছুটা ওপরের দিকে বরফ বেরিয়ে থাকবে।

আর পানি থেকে বরফে পরিণত হওয়ার সময় আয়তন বেড়ে যায় অর্থাৎ বরফের ঘনত্ব কমে যায় পানির তুলনায়।

ধরুন আপনি একগ্লাস ভর্তি পানির ওজন করলে যা হবে , একগ্লাস ভর্তি বরফের ওজন ওই একগ্লাস ভর্তি পানির তুলনায় কম।

যেহেতু বরফ যখন জলে ভাসবে তখন ওই একগ্লাস ভর্তি পানিকে অপসারিত করবে এবং ওই অপসারিত পানির ওজন বরফের ওজনের তুলনায় বেশি হবে তাই বরফ পানিতে ভেসে থাকে।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *