বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিভাবে করবেন?

বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা খুবই সহজ, কারণ আমাদের মোবাইলের মধ্যে বাংলা কীবোর্ড আছে এবং সহজেই বাংলা টাইপ করতে পারি।

বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ সাধারণত ৩ টি উপায়ে করা সম্ভব।

১. গুগল ট্রান্সলেটর

গুগল ট্রান্সলেটর খুবই ভালো এবং জনপ্রিয় একটি ট্রান্সলেটর। গুগল ট্রান্সলেটর ব্যাবহার করে আপনি যেকোনো ধরনের ভাষা থেকে বাংলা ভাষাতে অনুবাদ করতে পারবেন।

এবং বাংলা ভাষা থেকে যেকোন ভাষাতে অনুবাদ করতে পারবেন।

যদি আপনি বাংলা ভাষা থেকে ইংরেজি ভাষাতে অনুবাদ করতে চান তাহলে গুগলে ট্রান্সলেটর খুবই সঠিকভাবে অনুবাদ করতে সক্ষম।

গুগল ট্রান্সলেটর ব্যাবহার করার জন্য chrome ব্রাউজারে টাইপ করতে পারেন Bengali to English translate তাহলেই আপনি দেখতে পাবেন গুগলে ট্রান্সলেটর।

এছাড়াও আপনি যদি অ্যাপ ব্যাবহার করতে চান তাহলে গুগল playstore এ গিয়ে সার্চ করতে পারেন google translator.

এবং গুগল ট্রান্সলেটরের অ্যাপ ইন্সটল করে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে পারবেন খুব সহজেই।

২. বাংলা থেকে ইংরেজি অ্যাপ

গুগল playstore এ প্রচুর অ্যাপ আছে জার মাধ্যমে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে পারবেন সহজেই।

আপনার পছন্দমত অ্যাপটি ইনস্টল করতে পারেন। ইনস্টল করার আগে দেখে নেবেন যেনো অধিক ডাউনলোড হয়ে থাকে এবং ভালো রেটিং দেওয়া থাকে।

তাই গুগল প্লেস্টোর থেকে বাংলা থেকে ইংলিশ অ্যাপ ইন্সটল করতে পারে । এছাড়াও আপনি যদি আইফোন ব্যবহারকারী হন তাহলে অ্যাপ store থেকে ইনস্টল করতে পারেন।

৩. মাইক্রোসফট ট্রান্সলেটর

মাইক্রোসফট কোম্পানি ও ট্রান্সলেট (অনুবাদ) করার জন্য মোবাইল অ্যাপ এবং bing ওয়েবসাইট এর মধ্যেই রেখেছে ট্রান্সলেটর।

তাই আপনি যদি বাংলা থেকে ইংরেজি তে অনুবাদ করতে চান তাহলে মাইক্রোসফট ট্রান্সলেটরের প্লেস্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য।

এছাড়াও bing সার্চ ইঞ্জিন এ গিয়ে সার্চ করতে পারেন bangla to english translate তাহলেই bing মাইক্রোসফ্ট ট্রান্সলেটর খুলে যাবে।

এছাড়াও গুগলে গিয়েও সার্চ করতে পারেন Bing Microsoft translator তাহলেই মাইক্রোসফটের ট্রাসলেটর কে ব্যবহার করতে পারবেন বাংলা থেকে ইংলিশ অনুবাদ করার জন্য।

সারমর্ম:

আমার মতে গুগল ট্রান্সলেটর খুবই ভালো এবং গুগল ট্রান্সলেটর খুব সহজেই সার্চ করতে পাওয়া যায়।

শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *