✅নিচের ছন্দগুলি বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য অর্থাৎ গার্লফ্রেইন্ড জন্মদিনের শুভেচ্ছা। এছাড়াও ওপরের ছন্দ গুলিকে নিজের মতো পরিবর্তন করেও ব্যবহার করতে পারবেন।
মনের অমিল হয় অন্য মনের কাছে,
ভাবনা অমিল হয় অন্য জনের কাছে,
কিন্তূ তোর সাথে সবকিছু মিলে যায়,
কারণ আমার মনটাই রেখেছি তোর কাছে!!
🎂🎂হ্যাপি বার্থডে বান্ধবী💐
মাসের পর মাস যাওয়ার পরে আসে এই দিন,
মেটাতে পারবোনা তোমার দেওয়া ঋণ,
আজকের সুন্দর দিনে শুভেচ্ছা জানাই,
বান্ধবী তোমায় শুভ জন্মদিন!!
💐Happy Birthday Dear🎂🎂
তুমি ছিলে তাই আমার সময় কেটে যায়,
তুমি ছিলে তাই চলার পথের সব বাধা সরে যায় ,
হতে পারে আমাদের সারাক্ষন পাশে থাকতে পারি না,
কিন্তু তোমার সাথে অনেক সময় কাটাতে মন চায় !!
꧁☆Happy Birthday My Dear Girlfriends*☆꧂
জন্মদিন ক্যালকুলেটর : জন্মদিন ক্যালকুলেট করুন
পেলাম আমি তোকে হাজারও ভিড়ের মাঝে,
প্রতিদিন তোর সাথে কাটাই সময় সকাল সাঁঝে,
তোকে হারানো সম্ভব নয় ,
সারাজীবন থাকবো আমি তোরই মাঝে!!
💐হ্যাপি বার্থডে প্রিয় বান্ধবী💐
তুমি ছিলে তাই আমার সময় কেটে যায়,
তুমি ছিলে তাই চলার পথের সব বাধা সরে যায়,
হতে পারে সারাক্ষন একসঙ্গে থাকতে পারি না,
কিন্তু তোমার সাথে অনেক সময় কাটাতে আমার মন চায়!!
💐☆*শুভ জন্মদিন বান্ধবী*☆💐
পৃথিবীতে কিছু জিনিস কেনা যায়না দাম দিয়েও,
তার মধ্যে একটি হলো বান্ধবী তুমিও,
আমাকে হাসি খুশি রাখার, পথ চলার সমস্ত দায়িত্ত্ব নাও তুমি,
তাই তো ভেবে নিয়েছি তোমায় অনুসরণ করবো আমিও!!
꧁💐শুভ জন্মদিনের খুব শুভেচ্ছা💐꧂
ছায়ার মতো থাকবো তোমার পাশে,
হাওয়ার মতো থাকবো আমি তোমার শ্বাস প্রশ্বাসে,
তুমি চাইলে হবে আমার ইচ্ছে পূরণ,
জীবনে খুশি থাকার তুমিই শুধু কারণ!!
💐*Shubho Jonmodin Bandhobi☆💐
সময়ের স্রোতের মাঝে হারিয়ে যাওয়া স্বপ্ন গুলো,
যদি ফিরে পাই তোমার দেখা ফিরিয়ে দেবো তোমার হাতে,
মনের মাঝে জমা জলে ভাসিয়ে দেবো নৌকা গুলো ,
সাগর ঢেউয়ে ভেসে যাবে নৌকাগুলো আমার নাতে!!
💐☆*বান্ধবী তোমায় শুভ জন্মদিনের শুভেচ্ছা*☆💐
হটাৎ করে দিনের মাঝে চাঁদটি এসে উকি মারে,
খোঁজে তুমি আছো কেমন,
যদি হয় মন খারাপ ভরিয়ে দেবে রাতে আলো,
আমি খুশি থাকবো তুমি আমায় রাখবে যেমন!!
꧁🎂🎂 শুভ জন্মদিন🎂🎂꧂
ঈশ্বর আমাদের দুজনকে মিলিয়েছে,
সময়ে অসময়ে পাশে থাকতে,
সময়ের স্রোতে হারিয়ে যাওয়া থেকে,
একে অপরকে লক্ষ্য রাখতে!!
💐হ্যাপি বার্থডে🎂🎂
সমস্যায় পড়তে সবার আগে যার সাহারা আমি পাই,
সে তুমি বান্ধবী,
এগিয়ে যাওয়ার জন্য যে আমাকে সাহস দেয়,
সে আমার বান্ধবী!!
যার সাথে মনের সব কথা খুলে বলতে পারি
সে তুমি
যার জন্মদিনে আমি সব থেকে বেশি খুশি হই
সে শুধুই তুমি আমার প্রিয় বান্ধবী
💐Shuvo jonmodin🎂🎂
সীমিহীন আনন্দতে ভোরে উঠুক আজকের দিন,
বান্ধবী আমায় সারাজীবন মনে রেখো,
জন্মদিনে তোমায় উইশ্ করছি,
সারাজীবন খুব ভালো থেকো!!
🎂🎂💐jonmodiner shuvechha🎂
বয়স ক্যালকুলেটর : বয়স ও জন্মদিন ক্যালকুলেট করুন