বিনিয়োগ কি? বিনিয়োগ কিভাবে করা হয়? বৈদেশিক বিনিয়োগ কি?

বিনিয়োগ (investment) মূলত একটি সম্পদ যা বর্তমান সময়ে কাজে লাগানো হয় ভবিষ্যতে অর্থ বৃদ্ধি করার উদ্দেশ্যে । এবং ভবিষ্যতে ওই বৃদ্ধি হওয়া সম্পদকে অর্থিক সচ্ছলতা পাওয়ার জন্যই বর্তমান সময়ের সম্পদকে কাজে লাগানো হয়।

সহজ ভাষায় বলতে গেলে , বিনিয়োগ হলো আপনার কোনো মূলধন অথবা কোনো প্রকারের সম্পদ যা আপনি বর্তমান সময়ে কাজে লাগলেন যাতে ভবিষ্যতের জন্য ওই মূলধনের বৃদ্ধি হতে পারে।

উদাহরণ স্বরূপ : ধরুন আপনার কাছে ১ লক্ষ টাকা আছে বর্তমান সময়ে এবং ওই টাকাকে আপনি বিভিন্ন জায়গাতে বিনিয়োগ করতে পারেন যার উদ্দেশ্য হলো বর্তমান সময়ে যে পরিমান মূলধন বিনিয়োগ করেছেন ওই বিনোয়োগের থেকে অনেক বেশি পরিমান মূলধন ভবিষ্যতে ফিরে পাবেন।

এবং ওই বৃদ্ধি হওয়া সম্পদকে বিভিন্ন আর্থিক ঘাটতি পূরণের জন্য ব্যবহার করা যেতে পারে।


আরো জানুন : কোথায় টাকা বিনিয়োগ করা যায় ?

বিনিয়োগ কিভাবে করা হয়?

আমাদের সম্পদকে বিনিয়োগ আমরা বিভিন্ন জায়গায় করতে পারি যেমন :

  • শেয়ার মার্কেটে আমরা ইনভেস্ট করতে পারি।
  • মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি।
  • আমরা বিভিন্ন সম্পদ কিনে রাখতে পারি যদি ওই সম্পদের দাম ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা থাকে।
  • আমরা কোনো ব্যবসা শুরু করতে পারি।
  • অথবা নতুন কোনো যন্ত্রাংশ কিনতে পারি যা থেকে আমাদের লাভ হতে পারে।
  • অনেকেই আবার Knowledge এর জন্য অর্থ বিনিয়োগ করেন।
  • সোনা , রূপ কিংবা জমি তে অনেকেই বিনিয়োগ করেন , যাতে ভবিষ্যতে ওই জিনিসের দাম বেড়ে গেলে বিক্রি করতে পারবেন।

এরকম অনেক জায়গায়তেই ইনভেস্ট করা যেতে পারে। যার মূল উদ্দেশ ওই অর্থ কে বৃদ্ধি করা।

আমরা প্রায়ই শুনে থাকি অমুক কোম্পানি এতো পরিমান টাকা বিনিয়োগ করেছে।

বৈদেশিক বিনিয়োগ কি?

যদি বিদেশের কোনো কোম্পানি অথবা কোনো গভর্মেন্ট আপনাদের দেশে বিনোয়োগ (investment) করে থাকে তাহলে তাকে বৈদেশিক বিনিয়োগ বলা হয়ে থাকে।
শেয়ার করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *